Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৯-০৫-২০১৬

প্রেমের টানে আসা তিন কিশোরীকে ভারতে ফেরত

প্রেমের টানে আসা তিন কিশোরীকে ভারতে ফেরত

যশোর, ০৫ সেপ্টেম্বর- প্রেমের টানে গত বছর সীমান্ত পেরিয়ে বাংলাদেশ এসেছিলেন ভারতীয় তিন কিশোরী। বাংলাদেশে এসে প্রেমিকদের সঙ্গে তাদের দেখাও হয়। কিন্তু বিধিবাম! সেদিনই তাদের ধরা পড়তে হয় খুলনা পুলিশের হাতে। অনুমতি ছাড়া বাংলাদেশে প্রবেশ করায় এক বছরেরও বেশি সময় তাদের থাকতে হয় গাজীপুরের কিশোরী সংশোধনী কেন্দ্রে। দীর্ঘ এক বছর অবস্থানের পর অবশেষে সোমবার নিজ দেশে ফেরেন এই তিন কিশোরী।

বিকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তাদের ভারতের পেট্রাপোল পুলিশের কাছে হস্তান্তর করেন।

তিন কিশোরী হলেন- ভারতের উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার সালতিয়া পশ্চিমপাড়া এলাকার শিবানী শিকদার (১৮), একই এলাকার হেমা বিশ্বাস (১৫) এবং ফুলতলা বিশ্বাসপাড়ার মিতালী অধিকারী (১৭)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইকবাল হাসান জানান, ২০১৫ সালের ২৪ আগষ্ট এই তিন কিশোরী প্রেমের টানে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসে। পরে তারা খুলনা পুলিশের হাতে ধরা পড়ে। সেখান থেকে শিবানীর প্রেমিক মিঠুন কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ পাঁচজনকে আটক করে আদালতে সোপার্দ করে। আদালত দুই কিশোরকে যশোর কিশোর সংশোধনী কেন্দ্রে এবং কিশোরী তিনজনকে গাজীপুরের কিশোরী সংশোধনী কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। দীর্ঘ এক বছর পর তিন কিশোরীকে তাদের দেশে ফেরত পাঠানো হল।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট নাসিমা খাতুন জানান, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সোমবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ফাস্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্ত তাদের নিজ জিম্মায় নিয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে ভারতের পেট্রাপোল পুলিশের হাতে হস্তান্তর করেন। সেখান থেকে ‘সংলাপ’ নামে একটি এনজিও তাদের নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদ হাসান (ডিএসবি), ইমিগ্রেশন ওসি ইকবাল হাসান ও মোমিনুর রহমান, ঢাকা কিশোরী সংশোধনী কেন্দ্রের সহকারী প্রোগ্রাম ম্যানেজার নাসিমা সুলতানা প্রমুখ।

আর/১৭:১৪/০৫ সেপ্টেম্বর 

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে