মেকআপ মেয়েদের নিত্যদিনের সঙ্গী। বিয়ের দাওয়াত কিংবা অফিস যেকোন ক্ষেত্রে ত্বকে হালকা মেকআপ ব্যবহার করাই হয়। যতই সাবধান থাকুন না কেন মেকআপ করার সময় কিছু না কিছু ভুল হয়ে থাকে। যার কারণে আবার প্রথম থেকে মেকআপ করা শুরু করতে হয়। কিন্তু কিছু কৌশলে নষ্ট হওয়া মেকআপ দ্রুত ঠিক করা যেতে পারে। এমন কিছু কৌশল শিখে নিন আজকের ফিচার থেকে।
১। ঠোঁটের রুক্ষতা বেশির ভাগ মেয়েদের অন্যতম সমস্যা। রুক্ষ ঠোঁটে লিপস্টিক ভালমত বসে না। এই রুক্ষতা দূর করার জন্য মধু এবং চিনির স্ক্রাব তৈরি করে সেটি দিয়ে ঠোঁট কিছুক্ষণ ঘষুন। এটি ত্বকের মৃত কোষ দূর করে ঠোঁট নরম কোমল করে তুলবে।
২। তৈলাক্ত ত্বক বা অতিরিক্ত শাইনি করে ফেললে ম্যাট কমপ্যাক্ট ব্যবহার করুন। পাউডারের পাফে ম্যাট কমপ্যাক্ট নিয়ে ত্বকে প্রয়োগ করুন। এতে তেল তেল ভাব অনেকটা কমে যাবে।
৩। মাশকারা বেশি হয়ে গেলে অতিরিক্ত মাশকারার উপরে ক্লিয়ার মাশকারা বুলিয়ে নিন কয়েকবার। দেখবেন মাশকারা হালকা হয়ে গেছে।
৪। অনেক সময় মুখে অতিরিক্ত ব্লাশন পড়ে যায় তখন দেখতে খারাপ লাগে। এমন অবস্থায় একটি খালি ব্রাশ চক্রাকারে গালে ঘষুন। যদি খুব বেশি শুকনা হয়ে যায়, তবে একটি স্পঞ্জ হালকাভাবে ঘষুন। কয়েক মিনিট শুকানোর জন্য অপেক্ষা করুন।
৫। আইশ্যাডো চোখে ছড়িয়ে গেলে একটি নরম ব্রাশ নিয়ে হালকাভাবে ব্রাশ করুন। যদি ব্রাশ দিয়ে না ঠিক করা যায় তবে হাতের আঙুল দিয়ে একটু ঘষে তারপর ব্রাশ দিয়ে ঘষুন।
৬। মেকআপ করতে গিয়ে দেখলেন ভ্রু প্লাক করা হয় নি। এখন কী উপায়? আছে এরও সমাধান। ব্রাশে করে খানিকটা বাদামি আইশ্যাডো বা বাদামি আই পেন্সিল ভ্রুর নিচে লাগান। দেখবেন ভ্রু চিকন দেখাছে।
৭। অনেকের পা ঘেমে ভেজা ভেজা হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে সামান্য পাউডার পায়ে ছিটিয়ে দিন। মোজা পড়ার অভ্যাস থাকলে কিছু পাউডার মোজার ভিতরে দিয়ে তারপর পরতে পারেন।
৮। দ্রুত গাল দুটিতে গোলাপি আভা আনতে চাইলে লিপস্টিক এবং গ্লস মিশিয়ে ব্রাশের সাহায্য ত্বকে লাগিয়ে নিতে পারেন। এটি তাৎক্ষনিক ভাবে গাল দুটিকে গোলাপি আভা দেবে।
আর/১৭:১৪/০৪ সেপ্টেম্বর