Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.0/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৯-০৪-২০১৬

মরে গিয়ে, আবার বেঁচে উঠেছি: মুগাবে

মরে গিয়ে, আবার বেঁচে উঠেছি: মুগাবে

হারারে, ০৪ সেপ্টেম্বর- বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক প্রেসিডেন্ট জিম্বাবুয়ের রবার্ট মুগাবের কয়েকদিনের অনুপস্থিতিতে তার মৃত্যুর গুঞ্জন দানা বাঁধে। ব্যক্তিগত কাজ সেরে দুবাই থেকে ফিরে বিমানবন্দরেই গুজবের উত্তর দেন মুগাবে।

ঠাট্টা করে মুগাবে বলেন, ‘আমি মারা গিয়েছিলাম, আবার বেঁচে উঠেছি।’জিম্বাবুয়ের হারারেতে দেশটির প্রধান বিমানবন্দরে মুগাবেকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। ৯২ বছর বয়সী মুগাবে বলেন, পারিবারিক কারণে তিনি দুবাই গিয়েছিলেন। গত মে মাসে মুগাবের স্ত্রী গ্রেস বলেছিলেন, ‘রবার্ট মুগাবে কবরে গেলেও সেখান থেকে দেশ শাসন করবেন।’

বিমানের তথ্য রেকর্ড অনুযায়ী সেটি পূর্বএশিয়ার দিকে যাচ্ছিল। কিন্তু তার বদলে বিমানটি দুবাই গেলে নানা জল্পনা মাথা চাড়া দেয়। গুজব ছড়িয়ে পড়ে যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং চিকিৎসা নিতে দুবাই গেছেন। এমনকি তিনি মারা গেছেন বলেও খবর ছড়ায়। সার্দার ডেইলি ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধে লেখা হয়, ‘রবার্ট মুগাবে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। জিম্বাবুয়ের অর্ন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হয়েছেন এম্নানগাগুয়া।’

এমারসন এম্নানগাগুয়া বর্তমানে দেশটির ভাইস-প্রেসিডেন্ট। কিন্তু হারারে বিমানবন্দরে নামার পর মুগাবে স্থানীয় ভাষায় সাংবাদিকদের বলেন, ‘আমার এক সন্তানের ব্যাপারে পারিবারিক কারণে আমি দুবাই গিয়েছিলাম।’

মুগাবে তার স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার জবাবে ঠাট্টা করে বলেছেন, ‘হ্যাঁ, আমি মরে গিয়েছিলাম, সত্যিই আমি মারা গিয়েছিলাম। কিন্তু বরাবরের মতই আমি আবার বেঁচে উঠেছি। আমার নিজের দেশে যখন আমি পা রেখেছি- তখন আমি আসল।’ মুগাবে ১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় আছেন এবং তিনি বলেছেন তিনি ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন।

এফ/১৬:২৫/০৪ সেপ্টেম্বর 

আফ্রিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে