Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.9/5 (92 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৯-০৩-২০১৬

উত্তমের বিকল্প আজও তৈরি হয়নি

উত্তমের বিকল্প আজও তৈরি হয়নি

কলকাতা, ০৩ সেপ্টেম্বর- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিংবদন্তী অভিনেতা, সফল প্রযোজক ও পরিচালক, উত্তম কুমার অদ্বিতীয়।আজ অমর নায়ক উত্তম কুমারের ৯০তম জন্মদিন।

১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতায় মহানায়ক উত্তম কুমারের জন্ম। তার আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। চলচ্চিত্রে পা রেখে নিজের নাম পাল্টে রাখেন উত্তম কুমার। মধ্যবিত্ত পরিবারের হাল ধরার জন্যে গ্র্যাজুয়েশন শেষ না করেই কলকাতা পোর্টে কেরানীর চাকরি শুরু করেন অরুন কুমার চট্টোপাধ্যায়। তার অন্তরে সুপ্ত ছিল অভিনয়।

রূপালি পর্দায় উত্তম কুমারের শুরু ‘মায়াডোর’ নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি আলোর মুখ দেখেনি। এর পর প্রথম ছবি হিসেবে ‘দৃষ্টিদান’ মুক্তি পেলেও উত্তমের ওপর খুব বেশি দৃষ্টি পড়ে না কারো। ‘বসু পরিবার’ ছবিটি দিয়ে খানিকট পরিচিতি জুটে। ১৯৫৩ সালে ‘সাড়ে চুয়াত্তর’ছবি দিয়ে বাংলা চলচ্চিত্রে ঝড় তোলেন উত্তম। এই ছবির মধ্য দিয়েই বাংলা চলচ্চিত্র পায় তার সবচেয়ে জনপ্রিয় এবং সফল জুটির দেখা। শুরু হয় উত্তম সুচিত্রা যুগ। পঞ্চাশ ও ষাটের দশক মানেই ‘হারানো সুর’, ‘পথে হল দেরী’, ‘সপ্তপদী’, ‘চাওয়া পাওয়া’, ‘বিপাশা’, ‘জীবন তৃষ্ণা’ আর ‘সাগরিকা’-এর মতো কালজয়ী সব ছবির পরিচিত ও আকাঙ্খিত মুখ উত্তম সুচিত্রা।

উত্তম কুমার শুধু যে বাংলা ছবিতে অভিনয় করেছেন তা কিন্তু নয়। এর পাশাপাশি বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত হিন্দি চলচ্চিত্রের মধ্যে ‘ছোটিসি মুলাকাত’, ‘অমানুষ’, ‘আনন্দ আশ্রম’ প্রভৃতি উল্লেখযোগ্য। উত্তম কুমার অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘নায়ক’ ও ‘চিড়িয়াখানা’ -তে । উত্তম কুমার নিজেকে পৌরুষদীপ্ত সু -অভিনেতা হিসেবে প্রমাণ করেন ‘এ্যান্টনি ফিরিঙ্গি’ ছবিতে স্বভাবসুলভ অভিনয়ের মধ্য দিয়ে। উত্তমের সেই ভুবন ভোলানো হাসি, প্রেমিকসুলভ আচার-আচরণ বা ব্যবহারের বাইরেও যে থাকতে পারে অভিনয় এবং অভিনয়ের নানা ধরন, মূলত সেটাই তিনি দেখিয়ে দিয়েছিলেন এই ছবিতে।

১৯৮০ সালের ২৪ জুলাই চিরবিদায় নেয়ার পরও হয়ে আছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি।

আর/১৭:১৪/০৩ সেপ্টেম্বর 

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে