বেইজিং, ০৩ সেপ্টেম্বর- চীনের বিস্ময়কর কাঁচের সেতু উদ্বোধনের সপ্তাহ দুয়েক পরই সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার দেশটির মাইক্রো ব্লগিং সাইট, ওয়াইবোতে এ ঘোষণা দেয়া হয়।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, সেতু ও তার আশপাশে উন্নয়নের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন বলছে, অতিরিক্ত দর্শণার্থীর কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে, সেতুটি।
জেমস ক্যামেরনের সাই ফাই সিনেমা অ্যাভেটার থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করা হয়। ৪৩০ মিটার লম্বা সেতুটি নির্মাণে খরচ হয়েছে ৩৪ লাখ ডলার।
এফ/১৬:৩৫/০৩ সেপ্টেম্বর