Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৯-০১-২০১৬

জামায়াতের আমীর পদে আসছেন মকবুল আহমেদ 

জামায়াতের আমীর পদে আসছেন মকবুল আহমেদ 

সিলেট, ০১ সেপ্টেম্বর- যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির পদে আসছেন পূর্ণ দায়িত্বপ্রাপ্ত নেতা। কঠোর গোপণীয়তায় দীর্ঘ ৬ বছর পর দলের আমির পদে ভোট দিয়েছেন দেশের ৮৩ সাংগঠনিক জেলার প্রায় ৪০ হাজার রুকন সদস্য।

রুকন সদস্যদের গোপণ ভোটে দলের আমির পদে পূর্ণ দায়িত্ব পাচ্ছেন বর্তমানে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ। রুকন সদস্যরা আমির প্যানেলে থাকা অপর দুই সদস্য মুজিবুর রহমান ও সিলেটের শফিকুর রহমান ব্যালটের হিসাবে মকবুলের চেয়ে বেশ পিছিয়েই রয়েছেন।

মকবুল আহমেদই যে দলের নতুন আমির হচ্ছে এটি প্রায় নিশ্চিত। দলের নির্ভরযোগ্য এটি নিশ্চিত করেছে গণমাধ্যমকে। তবে শতভাগ নিশ্চিত হতে অপেক্ষা করতে আরোও একসপ্তাহ। আগামী ২০১৭-১৯ সেশন আমির পদে দায়িত্ব পালন করবেন নতুন এই নেতা।

১১ আগস্ট দিনভর কঠোর গোপনীয়তা রক্ষা করে ব্যালট পেপারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। সারাদেশে একযোগে ৮৩টি সাংগঠনিক জেলায় প্রায় ৪০ হাজার রুকন এই ভোট কার্যক্রমে অংশ নিয়েছেন। নতুন আমির নির্বাচিত হলে ভারপ্রাপ্ত আমিরের পদটি পূর্ণ দায়িত্ব প্রাপ্ত হবে। দীর্ঘ ৬ বছর ধরে এই পদটি ভারপ্রাপ্ত নেতা দিয়েই চলে আসছিল।

দলীয়সূত্রে জানাগেছে- ২০০৯ সালের শেষ দিকে টঙ্গীর একটি মাদরাসাতে দলের সর্বশেষ রুকন সম্মেলনে যুদ্ধাপরাধীর অপরাধে গত ১০ মে ফাঁসি হওয়া নিজামী আমির নির্বাচিত হয়েছিলেন।

আমির নির্বাচন নিয়ে সংগঠনটির গঠনতন্ত্র বলছে, দলটির আমির নির্বাচনের সময়সীমা তিন বছর। তবে গত বছরের জুনে দলের মুদ্রিত গঠনতন্ত্রের ৫৯তম সংস্করণের ধারা ১৫-এর ৬ এর (ঘ) উপ-ধারায় বলা হয়েছে, ‘কেন্দ্রীয় কর্মপরিষদের বিবেচনায় নির্দিষ্ট সময়ের মধ্যে জামায়াতের আমির নির্বাচন অনুষ্ঠান যদি কিছুতেই সম্ভব না হয়, তা হলে কেন্দ্রীয় কর্মপরিষদ নিযুক্ত ভারপ্রাপ্ত আমির কেন্দ্রীয় মজলিসে শূরার অনুমোদন সাপেক্ষে নিজ পদে বহাল থাকবেন।

এফ/০৮:৫৫/০১ সেপ্টেম্বর

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে