Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ , ১০ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (16 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-৩১-২০১৬

৫ মিলিয়ন ভক্ত পেলেন নুসরাত ফারিয়া!

৫ মিলিয়ন ভক্ত পেলেন নুসরাত ফারিয়া!

জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়ার পেইজে তার ভক্ত সংখ্যা এখন ৫ মিলিয়ন। তবে শোবিজে কাজ করে জনপ্রিয়তা পাওয়ার পর ফিল্মে অভিষিক্ত হওয়ার পর থেকেই ফেসবুকে তার অনুসারীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। আর এ নিয়ে দারুণ উচ্ছ্বাসিত ফারিয়া। 

এ বিষয়ে নুসরাত ফারিয়ার ভাষ্য অনেকটাই এরকম, ‘আমি একা নই। আমার ৫ মিলিয়ন বন্ধু আছে। চলচ্চিত্রে অভিনয়ের পর থেকেই আমার ক্যারিয়ারে নতুন এক পালাবদল শুরু হয়। ছবিতে অভিনয়ের পর কেবল ফলোয়ারের সংখ্যাই বাড়েনি, আমার লাইক কমেন্টও মাত্রাতিরিক্ত বেড়েছে। আর এ বিষয়টি নিয়ে আমি অনেক বেশি উচ্ছ্বসিত।’

নুসরাত ফারিয়ার রুপালি যাত্রাটা হয়েছিল 'আশিকি'তে ওপার বাংলার জনপ্রিয় নায়ক অঙ্কুশের সঙ্গে জুটিবদ্ধ হওয়ার মধ্য দিয়ে। এরপর ‘হিরো ৪২০’ ও বাদশা ছবিতে অভিনয় করেন। এদিকে ফারিয়া বর্তমানে ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত নিয়ে রয়েছেন। এতে তার বিপরিতে অভিনয় করছেন আরিফিন শুভ। আর ছবিটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। 

এফ/০৯:৩৫/৩১আগষ্ট

ঢালিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে