লন্ডন, ২৮ আগষ্ট- তিন ম্যাচ শেষ হতে না হতে জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। অ্যান্তোনিও কন্টের অধীনে চেলসি এখনো পর্যন্ত অপ্রতিরোধ্য। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে গতবার বাজেভাবে লিগ শেষ করা দলটি। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটি এবার শুরু থেকে পথ হারিয়ে তাল খুঁজে ফিরছে। তৃতীয় ম্যাচে এসে গতকাল সোয়ানসা সিটিকে হারিয়েছে তারা। চেলসি এদিন ব্রুনলেকে ৩-০ গোলে হারায়। হ্যাজার্ড, উইলিয়ান এবং মোসেস একটি করে গোল করে জয়ে অবদান রাখেন।
এই নিয়ে ঘরের মাঠে শেষ ৩০টি ম্যাচে ম্যানেজার হিসেবে অ্যান্তোনিও কন্টে অপরাজিত থাকলেন। গতকাল গোটা ম্যাচে ব্রুনলেকে একদম কোনঠাসা করে রাখে চেলসি। ম্যাচের ৪৩তম মিনিটে এসে প্রথম গোলে শট নিতে সমর্থ হয়নি ব্রুনলে।
পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড র্যাশফোর্ডের অন্তিম মুহূর্তের গোলে হাল সিটিকে ১-০ ব্যবধানে হারিয়েছে। স্টোক সিটিকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে আছে এভারটন। ৬ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে চতুর্থ স্থানে।
গতকাল লিভারপুল টটেনহ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন দশম। বোর্নামাউথ-ক্রিস্টাল প্যালেস এবং সাউথাম্পটন-সান্ডারল্যান্ডে নিজেদের ম্যাচে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে।
আর্সেনাল ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ওয়াটফোর্ডকে। এই জয়ের পর ৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আর্সেনাল।
এফ/১০:৪০/২৮ আগষ্ট