Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-২৮-২০১৬

যে ঘটনা শান্ত সিন্ধুর চরিত্র বদলে দিয়েছিল জেনে নিন তা

যে ঘটনা শান্ত সিন্ধুর চরিত্র বদলে দিয়েছিল জেনে নিন তা

পিভি সিন্ধু সম্পর্কে ছোটখাটো গল্প এখন সবারই জানা। রিও অলিম্পিক্সের আগে প্রায় তিন মাস সিন্ধুর ফোন নিজের কাছে রেখে দিয়েছিলেন কোচ গোপীচন্দ। সকাল সাড়ে চারটে থেকে অনুশীলন শুরু করতেন। সারদিন গুরু ও শিষ্যা একসঙ্গে থাকতেন। বিপক্ষকে বধ করার স্ট্র্যাটেজি তৈরি করতেন দু’ জনে। অলিম্পিক্সের রুপো জয়ী ব্যাডমিন্টন তারকার পছন্দের খাবার কী, তা-ও এখন সবারই জানা। 

কিন্তু সিন্ধুর জীবনের এই গল্প অনেকেরই জানা নেই। সিন্ধু খুবই লাজুক এবং শান্ত স্বভাবের মেয়ে। গোড়ার দিকে কোর্টে খুব একটা চেঁচামেচি করতে দেখা যেত না সিন্ধুকে। প্রতিক্রিয়াও দেখাতে চাইতেন না। সিন্ধুর এই দিকটা গোপীচন্দকে ভাবিয়েছিল। সেরিনা উইলিয়ামস সম্পর্কে টেনিসমহলে একটা কথা প্রচলিত রয়েছে। তিনি প্রতিটি পয়েন্ট জিতে এমন অঙ্গভঙ্গি করেন, যা দেখে প্রতিপক্ষ ভীত হয়ে যান। গোপীচন্দও সিন্ধুর ভিতরে এই ব্যাপারটা আনতে চেয়েছিলেন। যেমন ভাবা তেমনি কাজ। একদিন সিন্ধু অনুশীলনে আসা মাত্র গোপীচন্দ বলে উঠলেন, ‘‘তোমাকে আজ কোর্টের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করতে হবে। আমরা সবাই সেই চিৎকার শুনব।’’ সিন্ধু তো কোচের এ হেন আজব আব্দার শুনে অবাক হয়ে যান। গোপীচন্দ বলেন, ‘‘তুমি যদি চিৎকার না-কর, তাহলে আজ আর র‌্যাকেটই ধরতে দেব না।’’ 

সিন্ধু তো বেশ ঘাবড়ে যান। তার পরে কেঁদে ফেলেন। শান্ত স্বভাবের মেয়ে, তাই কেঁদে ফেলেছিলেন। গোপীচন্দও ছেড়ে দেওয়ার বান্দা নন। তিনি সিন্ধুকে কোর্টের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করার জন্য বারংবার বলতে থাকেন। পরিস্থিতি অন্যরকম দেখে সিন্ধু বাধ্য হয়ে কোর্টের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন। সিন্ধুর শরীরী ভাষায় আগ্রাসন আনতে চেয়েছিলেন গোপীচন্দ।  চেয়েছিলেন খেলার মাঝে হায়দরবাদি কন্যা আগুনে মেজাজে ধরা দেন। সেই জন্যই এই অভিনব পদ্ধতি অবলম্বন করেন। রিওতে আগুনে মেজাজেই দেখা গিয়েছিল সিন্ধুকে। 

এফ/১০:২৫/২৮ আগষ্ট

অন্যান্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে