Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-২৭-২০১৬

বাড়ি ফিরেছেন মোস্তাফিজ

বাড়ি ফিরেছেন মোস্তাফিজ

সাতক্ষীরা, ২৭ আগষ্ট- ইংল্যান্ড কাউন্টি থেকে গত ২২ আগস্ট ঢাকায় পা রাখেন মোস্তাফিজুর রহমান। দীর্ঘ এক মাস বন্ধু-বান্ধব আর পরিবার-পরিজনকে ছেড়ে সুদূর প্রবাসে ছিলেন তিনি। ওই সময়ের প্রতিটি মুহূর্তে মা-বাবার অভাব অনুভব করেছেন মোস্তাফিজ। অবশেষে পাঁচদিন ঢাকায় থাকার পর শনিবার সাতক্ষীরায় পরিবারের কাছে গিয়েছেন বাঁহাতি এ পেসার। এ যেন নীড়ে ফেরা পাখির মতই!

এর আগে কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেস সফলভাবেই শেষ করেন মোস্তাফিজুর রহমানের বাঁ কাঁধের অস্ত্রোপচার। গত ২২ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সারের বিপক্ষে ম্যাচে কাঁধে ব্যথা অনুভব করেন মোস্তাফিজ।

১৪ মাসের ক্যারিয়ারে পাঁচবার ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। গেল নভেম্বর থেকেই ইনজুরি প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছিলেন মোস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে টি-২০ সিরিজের কিছু দিন মাঠের বাইরে ছিলেন তিনি। খেলা হয়নি এশিয়া কাপের ফাইনালও।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শুরু হয় মোস্তাফিজের পথচলা। অভিষেকের পর থেকেই দারুণ নৈপুণ্য ছড়িয়ে যাচ্ছেন ২০ বছর বয়সী এই পেসার। ওয়ানডেতে ভারতকে একাই গুড়িয়ে দেন তিনি। দশম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট দখল করে ইতিহাসের পাতায় নাম লেখান। পরের ম্যাচে ৪৩ রানে নেন ৬ উইকেট। এরপর টেস্টেও স্মরণীয় অভিষেক। ৩৭ রানে ৪ উইকেট নিয়ে গড়েন আরেক নজির।

এফ/২০:১৫/০১আগষ্ট

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে