Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.7/5 (46 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-২৭-২০১৬

কে এই তামিম চৌধুরী?

কে এই তামিম চৌধুরী?

ঢাকা, ২৭ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস এবং কানাডার টরন্টো স্টার ও ন্যাশনাল পোস্টসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে, কথিত ইসলামিক স্টেট (আইএস)-এর বাংলাদেশ খিলাফত দলের প্রধান শায়খ আবু ইব্রাহিম আল-হানিফ আসলে তামিম চৌধুরী।

তবে, আইএস-এর উপস্থিতির কথা প্রত্যাখ্যান করে বাংলাদেশ পুলিশের তথ্যমতে, তামিম চৌধুরী নিউ জেএমবির নেতা।

তামিম আহমেদ চৌধুরী বছর তিনেক আগেও কানাডায় বাস করতেন। তামিম চৌধুরীর আদিবাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের বড়গ্রামে। তবে স্বাধীনতার বছর দুয়েকের মধ্যে তার বাবা শফি আহমেদ চৌধুরী সপরিবার কানাডাপ্রবাসী হন। সেখানে ৮০’র দশকের মাঝামাঝি তামিমের জন্ম হয়।

তামিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের বড়গ্রামের প্রয়াত আব্দুল মজিদ চৌধুরীর নাতি। মজিদ চৌধুরী একাত্তরে শান্তি কমিটির সদস্য ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
২০১৩ সালের মাঝামাঝি তিনি সেখানকার পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে বাংলাদেশে ফিরে আসার কথা জানিয়ে আত্মগোপনে চলে গেছেন।

কয়েকবার তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সিলেট সফর করলেও বিয়ানীবাজারে কেউ তাকে কখনো দেখেননি। তামিম চৌধুরী একসময় কানাডার অন্টারিওর উইন্ডসর শহরে থাকতেন।
বছরের শুরুর দিকে আইএস-এর মুখপত্র ‘দাবিক’-এ আবু ইব্রাহিম আল-হানিফ এর দীর্ঘ সাক্ষাতকার প্রকাশ হয়েছে।

২০১৩ সালের অক্টোবরে দুবাই হয়ে বাংলাদেশে এসেছিলেন বলে গত ২ অগাস্ট এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
গুলশানে হলি আর্টিজান বেকারিতে ১৭ বিদেশিসহ ২২ জনকে হত‌্যার পর মূল পরিকল্পনাকারী হিসেবে এই তামিমকেই চিহ্নিত করেছিল পুলিশ।

মাস্টারমাইন্ডি এই তামিমকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি একেএম শহীদুল হক।

অবশেষে ২৭ আগষ্ট শনিবার সকালের দিকে বাংলাদেশের নারায়ণগঞ্জে‘হিট স্ট্রং-টোয়েন্টি সেভেন’ নামে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অভিযানে ২ সহযোগীসহ নিহত হয় তামিম চৌধুরী।

আর/১৬:১৪/২৭ আগষ্ট

অপরাধ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে