চেন্নাই, ২৭ আগষ্ট- কলিউডে ডেবিউ করেছিলেন ২০০৯ সালে। তখন তিনি নিতান্তই বালিকা। ১৮ বছর বয়সেই জীবনের প্রথম মালায়লম সিনেমাতে সবার নজর কেড়েছেন। এরপর তামিল, তেলেগুতেও একের পর হিট ছবি দিয়েছেন। কন্নড় ভাষায়ও সিনেমা করেছেন তিনি।
৮ বছরের ক্যারিয়ারে ইতিমধ্যেই ৩০টি ছবিতে অভিনয় করা হয়ে গিয়েছে তাঁর। নাম ডাকও বেশ ভালো। ২০১১ সালে জিতেছেন বেস্ট তামিল অভিনেত্রীর শিরোপা। ২০১২ সালে জিতেছেন দক্ষিণের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ২০১৩ সালে জিতেছেন বেস্ট মালায়লম অভিনেত্রীর শিরোপা। ২০১৪ সালে পরিচালক বিজয়ের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হন। সুপারস্টার অমলা পালের বিয়ের দুবছর কাটতে না কাটতেই বিচ্ছেদ?
তিনি নাকি এক প্রযোজকের সঙ্গে 'রাত কাটিয়েছেন'! আর এই খবর শিরোনামে আসতেই চটেছেন পরিচালক স্বামী। শোনা যাচ্ছে পরিচালক বিজয় নাকি ডিভোর্সও ফাইল করেছেন। তাহলে এখানেই ইতি অমলার সাংসারিক জীবনের?
আর/১৬:১৪/২৭ আগষ্ট