Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-২৫-২০১৬

১ কোটি ৩০ লাখ শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে

১ কোটি ৩০ লাখ শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে

টাঙ্গাইল, ২৫ আগষ্ট- সারাদেশে ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়া হবে বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানবৃদ্ধির লক্ষে সরকার সকল ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা কর্মকর্তা, এসএমসির সভাপতি, শিক্ষক ও সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা হলো বহুতল ভবনের ফাউন্ডেশনের মতো। ফাউন্ডেশন মজবুত না হলে যেমন ভবন ধসে পড়ার সম্ভাবনা থাকে তেমনি প্রাথমিক শিক্ষা মানসম্মত না হলে জাতিও দুর্বল হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহাবুব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন খালিদ, উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান প্রমুখ।

আর/১০:১৪/২৫ আগষ্ট

শিক্ষা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে