ঝালকাঠি, ২৫ আগষ্ট- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সব ধর্মের মূল উদ্দেশ্য শান্তি এবং প্রত্যেকটি ধর্মের একটি মূলনীতি হলো উপাসনা, শান্তি এবং শৃঙ্খলার মাধ্যমে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করা।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুর ১২টায় ঝালকাঠি মদনমোহন মন্দির চত্বরে আয়োজিত শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন অনুষ্ঠানে টেলিকনফারেন্সে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, 'যারা ধর্মের নাম ব্যবহার করে জঙ্গিবাদ, বিশৃঙ্খলা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে তারা বিপথগামী। কোনো ধর্মই জঙ্গিবাদ সমর্থন করে না।'
শহরের ফায়ারসার্ভির সংলগ্ন মদন মোহন মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী।
আর/১৭:১৪/২৫ আগষ্ট