Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-২৪-২০১৬

মেসির ওপর চাপ কমাতে বললেন আর্জেন্টাইন কোচ

মেসির ওপর চাপ কমাতে বললেন আর্জেন্টাইন কোচ

বুয়েনস, ২৪ আগষ্ট- লিওনেল মেসির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে আজেন্টিনার ফুটবলারদের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন কোচ এদগার্ডো বাওজা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরে পুনরায় সমর্থকদের ভালবাসায় ফিরে আসা মেসির ওপর থেকে চাপ কমানোর জন্যই বাওজা এই মন্তব্য করেছেন।

দুই মাস আগে কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টিতে হারের পরপরই হতাশ মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ায়ের ঘোষণা দেন। কিন্তু সাও পাওলোর সাবেক কোচ বাওজা পাঁচবারের বিশ্ব সেরা খেলোয়াড়কে দেশের হয়ে খেলা চালিয়ে যাবার জন্য অনুরোধ করেন। অনেকটা বাওজার অনুরোধে ও দেশের কথা বিবেচনা করে মেসি তার সিদ্ধান্তের পরিবর্তন করেন। কোপা আমেরিকায় দায়িত্ব পালনকারী জেরার্ডো মার্টিনোর স্থলাভিষিক্ত হয়েছেন বাওজা। তার অধীনে আগামী মাসে প্রথম ম্যাচে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

স্থানীয় দৈনিক লা নেকিয়নে বাওজা বলেছেন, তাকে সবসময়ই এমন চাপ দিলে চলবে না যে তোমাকে গোল করতেই হবে, ভাল খেলতেই হবে। এমন পরিস্থিতিতে তাকে ফেলা উচিত হবে না যে যেকোন সমস্যার সমাধান সবসময় তাকেই করতে হবে। পুরো দলের ওপরই নির্ভর করতে হবে। শুধুমাত্র মেসির ওপর নির্ভরশীলতা আমি বন্ধ করতে চাই। আমরা সবাই জানি যখন তার পায়ে বল যায় তখন ভিন্ন কিছু একটা ঘটবে। কিন্তু এজন্য পুরো দলের সহযোগিতা প্রয়োজন। বিশ্বের সেরা খেলোয়াড়কে দলে পেয়ে এমন নিশ্চয়তা নেই যে দল সবসময়ই জয়ী হবে। কিন্তু এই গ্যারান্টি আছে যে প্রতিপক্ষ অন্তত ভয়ে থাকবে। 

বিশ্বের এক নম্বর দল আর্জেন্টিনা বর্তমানে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ছয় ম্যাচ পরে তৃতীয় স্থানে রয়েছে। আগামী ১ সেপ্টেম্বর বাছাইপর্বের শীর্ষে থাকা উরুগুয়েকে আতিথ্য দেবার পরে ৬ সেপ্টেম্বর ভেনিজুয়েলা সফরে যাবে আর্জেন্টিনা।-বাসস।

এফ/২৩:১৫/২৪আগষ্ট

ফুটবল

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে