Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.1/5 (24 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-২৪-২০১৬

আজ সন্ধ্যায় ইংলিশদের মুখোমুখি হবে পাকিস্তান

আজ সন্ধ্যায় ইংলিশদের মুখোমুখি হবে পাকিস্তান

লন্ডন, ২৪ আগষ্ট- প্রথমবারের মতো টেস্ট আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করেছে পাকিস্তান। এ অর্জনে বেশ উচ্ছাসিত পাক বাহীনি। এ সফলতার পিছনে রয়েছে ইংলিশদের সাথে টেস্ট ড্র।

ইংলিশদের বিপক্ষে ২-২ ব্যবধানে টেস্ট ড্রয়ের পর আজ ওয়ানডেতে স্বাগতিক মুখোমুখি হবে সফররত পাকিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ম্যাচটি শুরু হবে। এ ম্যাচের আগে আইরিশদের বিরুদ্ধে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৫৫ রানে জয় পায় পাকিস্তান। আর শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য টেস্ট সিরিজের সাফল্য ও আইরিশদের বিপক্ষে বিশাল ব্যবধানের জয় পাকিস্তানের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে আজহার বাহিনীর।

এছাড়াও ইংলিশদের বিপক্ষে সিরিজের জন্য দেড় বছর পর পাকিস্তান ওয়ানডে দলে ফিরেছেন ফাস্ট বোলার উমর গুল। পাশাপাশি আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডের পর দুর্দান্ত ফর্মে আছেন ওপেনার শারজিল খান। এছাড়াও ইমাদ ওয়াসিম ও মোহাম্মাদ নাওয়াজের মতো লরাউন্ডাররা ওয়ানডে দলে যোগ দিয়েছেন।

অন্যদিকে টেস্ট সিরিজের প্রথমটিতে পরাজয়ের পর, পরের দুই টেস্টে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। কিন্তু সিরিজের শেষ টেস্টে পরাজয়ের মুখ দেখতে হয়ে রুট-বেয়ারস্টোদের।

তবে সিরিজ শেষে ইংলিশদের জন্য বড় সুখবর অলরাউন্ডার বেন স্টোকসের ইনজুরি থেকে ফেরা। স্টোকসের পাশাপাশি দলে ওয়ানডে আছেন জেসন রয়, জস বাটলারের মতো ম্যাচ জেতানো খেলোয়াড়রা।

জুলাইয়ে এশিয়ার আরেক পরাশক্তি শ্রীলংকার বিরুদ্ধে সিরিজ জয়ের কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংলিশরাই এগিয়ে থাকবে। অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে এখন পর্যন্ত ৭৬টি ওডিআই খেলেছে পাকিস্তান। এর মধ্যে পাকিস্তান জিতেছে ২৯টিতে। আর ইংল্যান্ড জিতেছে ৪৫টিতে।

সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ৩০ আগস্ট, ১, ৪ সেপ্টেম্বর। সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর।

ইংল্যান্ড সম্ভাব্য একাদশঃ ইয়ন মরগ্যান (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), আলেক্স হেলস, জো রুট, বেন স্টোকস, মঈন আলী, আদিল রশীদ, জ্যাসন রায়, ক্রিস ওকস, ডেভিড উইলি, ক্রিস জরডান।

পাকিস্তান সম্ভাব্য একাদশঃ আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ, শারজিল খান, উমর গুল, ইয়াসির শাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ।

এফ/১৫:৪৫/২৪আগষ্ট

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে