ঢাকা, ২৩ আগষ্ট- সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কেউ যেন ক্ষতিকর ভাইরাস বা ব্যাক্টেরিয়ার জীবাণু ছড়াতে না পারে সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট অডিটরিয়ামে 'বায়োসেফটি, বায়োসিকিউরিটি, বায়োটেররিজম ও বায়োডিফেন্স' শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার।
সেমিনারে অংশ নিয়ে বক্তারা বলেন, নির্দিষ্ট এলাকার বায়ু বা পানিতে মানবদেহের জন্য ক্ষতিকর ভাইরাস বা ব্যাক্টেরিয়া ছড়িয়ে দেবার মাধ্যমেও এখন বিশ্বের অনেক জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যাকে বলা হচ্ছে বায়োটেররিজম। এ থেকে সুরক্ষার জন্য বাংলাদেশেও সচেতন ও প্রতিরোধমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে, যাকে বলা হচ্ছে বায়োসেফটি। উন্নত দেশের সহযোগিতা নিয়ে এসবের পাশাপাশি বায়োসিকিউরিটি ও বায়োডিফেন্স নিয়েও বাংলাদেশের বিজ্ঞানী ও চিকিৎসকরা গবেষণা করছে বলে সেমিনার থেকে জানানো হয়।
এফ/২২:৫০/০১আগষ্ট