Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-২০-২০১৬

চেষ্টায় ত্রুটি রাখেননি বলেই রুপো জিতেও আফশোস নেই সিন্ধুর

চেষ্টায় ত্রুটি রাখেননি বলেই রুপো জিতেও আফশোস নেই সিন্ধুর

ব্রাসিলিয়া, ২০ আগষ্ট- কারোলিনা মারিনের কাছে হেরে সোনা হাতছাড়া করেও আক্ষেপ নেই পুসারেল্লা বেঙ্কট সিন্ধুর! নিজের সাফল্যের পাশাপাশি, সিন্ধু উচ্ছ্বসিত কুস্তিতে ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিক-কে নিয়েও।

শুক্রবার রিওতে ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসের ফাইনালে শুরুটা অবশ্য দুর্দান্ত করেছিলেন ভারতীয় তারকা। প্রথম গেমে ২১-১৯ হারিয়েও দেন মারিনকে। তার পরেই ছন্দপতন। দ্বিতীয় গেমে দু’বারে বিশ্বচ্যাম্পিয়ন স্প্যানিশ প্রতিদ্বন্দ্বীর কাছে ১২-২১ হেরে যান সিন্ধু। তৃতীয় গেমে দুরন্ত লড়েও জিততে পারেননি তিনি। ১৫-২১ হেরে ভারতের প্রথম এবং কনিষ্ঠতম মহিলা খেলোয়াড় হিসেবে রুপো পেলেন একুশ বছর বয়সী সিন্ধু।  

বিশ্বের এক নম্বর কারোলিনার কাছে হারের পর সিন্ধু বলেছেন, ‘‘আমি সোনা জিততে পারিনি ঠিকই। কিন্তু রুপো পেয়েও খুশি। সত্যিই গর্বিত।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘একদিন আগেই আমি ছিলাম সেই মেয়ে, যে ব্রোঞ্জ জিতেছিল। জীবনের মতো খেলাধুলোতেও উত্থান-পতন থাকে। এক-দু’পয়েন্টের জন্য হারতে হয়েছে। তবে সকলকে আমার অভিনন্দন। এই সপ্তাহটা আমার কাছে দুর্দান্ত’’ 

সোনাজয়ী কারোলিনাকে শুভেচ্ছা জানিয়ে ভারতীয় ব্যাডমিন্টন তারকা বলেছেন, ‘‘কারোলিনাকে অভিনন্দন। সকলেই অলিম্পিক্সে পদক জয়ের লক্ষ্য নিয়ে নামে। কোর্টে আমরা দু’জনেই আক্রমণাত্মক এবং আগ্রাসী ছিলাম। একজন জিতবে, একজন হারবে, সেটা জানাই ছিল। আমি নিজেকে উজাড় করে লড়াই করেছিলাম। ফাইনাল শুরু হওয়ার আগে নিজেকে বলেছিলাম, আর একটা ম্যাচ জিতলেই সোনার পদক তোমার। তাই নিজেকে উজাড় করে দাও। আপ্রাণ চেষ্টাও করেছিলাম। কিন্তু সেন্টার কোর্টে আজ দিনটা ছিল কারোলিনের।’’ 

তিনি যে অলিম্পিক্সের ফাইনালে খেলবেন, সেটা নাকি ভাবতেই পারেননি সিন্ধু! বলেছেন, ‘‘কখনও ভাবিনি ফাইনালে উঠব। কিন্তু যখন উঠলাম, তখন চ্যাম্পিয়ন হওয়ার কথাই ভেবেছিলাম। কিন্তু প্রচুর পরিশ্রম করেও সোনা জিততে পারলাম না।’’ নিজের সাফল্যের পাশাপাশি, সিন্ধু উচ্ছ্বসিত কুস্তিতে ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিক-কে নিয়েও। 

আর/১৫:১৪/২০ আগষ্ট

অন্যান্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে