Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-১৭-২০১৬

মোবাইল অ্যাপেই প্রতি সাবজেক্টের নাম্বার সহ  এইচএসসির ফল

মোবাইল অ্যাপেই প্রতি সাবজেক্টের নাম্বার সহ  এইচএসসির ফল

ঢাকা, ১৭ অগাস্ট- এইচএসসির ফল ১৮ আগস্ট  প্রথম বারের মত প্রতি সাবজেক্টের নাম্বার সহ  প্রকাশ করা হবে ।  চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৮ আগস্ট। গত সোমবার বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ  এ তথ্য জানিয়েছেন। গত ৩ এপ্রিল এই পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয় জুন মাসে।

আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী ছিল ১২ লাখের বেশি। শিক্ষামন্ত্রী বলেন, ১৮ আগস্ট সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফল তুলে ধরা হবে। এর পরপরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।  এবার প্রথমবারের মত   প্রতি সাবজেক্টের নাম্বার সহ  রেজাল্ট জানা যাবে । রেজাল্ট এস এম এস ও প্রতিটি শিক্ষা  বোর্ডের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে ।

তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই ওয়েবসাইট অনেক ব্যস্ত থাকে , তাই যথা সময়ে রেজাল্ট পেতে অনেক বিড়ম্বনা পোহাতে হয় , এই সমস্যার সমাধান দিয়েছেন "ইডুকেশন বোর্ড রেজাল্ট বিডি " নামের একটি অ্যাপ । এই অ্যাপের মাধ্যমে  দ্রুত রেজাল্ট পাওয়া যাবে । বোর্ড অনুযায়ী রেজাল্ট সহ এস এম এসের অটোমেটিক ফরমেট দেওয়া আছে , শুধু রোল নাম্বার ,পাশের সন ও বোর্ডের নাম দিলেই রেজাল্ট  দ্রুত রেজাল্ট আপনাকে জানিয়ে দেয়া হবে । ইন্টারনেটের মাধ্যমেও রেজাল্ট জানা যাবে সহজেই এই  অ্যাপ দিয়ে।

যদি দ্রুত রেজাল্ট পেতে চান অ্যাপটি ডাওনলোড করে প্রথমে রোল নাম্বার ,পাশের সন ও বোর্ডের নাম দিয়ে একটি  মেসেজ পাঠিয়ে রাখুন ,আপনাকে ফিরতি মেসেজে রেজাল্ট জানিয়ে দেয়া হবে , আর যারা ওয়েবসাইটে দ্রুত রেজাল্ট জানতে চান , অ্যাপটি  দিয়ে ১৮ তারিখ সকাল ১০ টা থেকে  ১১.৩০ মি এই সময়টিতে চেষ্টা করে দেখতে পারেন । তাছাড়াও প্রতিটি শ্রেনীর সাজেশন ও বিভিন্ন শিক্ষামূলক টিউটোরিয়াল ও টিপস দেয়া আছে এই অ্যাপটিতে । অ্যাপটি ইতিমধ্যে ৫  লক্ষের কাছাকাছি  ডাওনলোড হয়েছে । ‘ইডুকেশন বোর্ড রেজাল্ট বিডি’ নামের অ্যাপটির নির্মাতা টেকটিউনস। টেকটিউনসের নির্বাহী পরিচালক জনাব আব্দুস সাত্তার এক  বিজ্ঞপ্তিতে  বলেছেন  প্লে স্টোরে এ ধরনের অসংখ্য অ্যাপ থাকলেও সবচেয়ে জনপ্রিয় ও বেশি ডাওনলোড এই অ্যাপটি , প্রতিবারের ন্যায় এবারেও আমরা বিশেষ সুবিধা দিবো এই অ্যাপটিতে যাতে ব্যবহারকারীরা খুব দ্রুত  প্রতি সাবজেক্টের নাম্বার সহ  এইচএসসির ফল পেতে পারে। 

এই  অ্যাপ টি আপনার এন্ড্রয়েড মোবাইলের জন্য  ডাওনলোড করতে পারেন ,কিছুদিনের মধ্যেই  আই ও এস এবং উইনডোজ মোবাইলের জন্য অ্যাপটি রিলিজ দেওয়া হবে । 

রেটিং আর কেমন লাগল তা রিভিউ দিতে  ভূলবেন না।  অ্যাপটি ডাউনলোডের লিংক https://goo.gl/bFcHev
অথবা 
মার্কশিট ও প্রতি সাবজেক্টের নাম্বার জানতে  এই লিংক থেকেও ডাউনলোড করতে পারেনঃ   https://goo.gl/f373KC

সবার জন্য শুভ কামনা । 

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে