Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.1/5 (45 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-১৭-২০১৬

অভিনব পোশাকে এয়ারপোর্টে ভিক্টোরিয়া বেকহাম

অভিনব পোশাকে এয়ারপোর্টে ভিক্টোরিয়া বেকহাম

জনপ্রিয় মডেল ভিক্টোরিয়া বেকহামকে আবারও নতুন আউটফিটে দেখা গেল এয়ারপোর্টে। এয়ারপোর্ট ফ্যাশনের জন্য এর আগে তিনি পুরস্কারও জিতেছেন! সুতরাং এটা প্রথমবার নয়, এর আগেও অনেকবার তিনি অভিনব পোশাক ও সাজে হাজির হয়েছে। এছাড়া নিজে থেকেই নতুন আউটফিট আইডিয়া তৈরি ও তা নিজেই পরার জন্য মোটেও ভয় পান না তিনি। এবার তার স্টাইলটি ছিল কিছুটা জটিল কিন্তু পরার জন্য এবং ভ্রমণ উপভোগ করার জন্য বেশ উপযুক্ত।

চলতি সপ্তাহে নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে ভিক্টরিয়া বেকহামকে দেখা গিয়েছিল নতুন আউটফিটে। তার শরীরের প্রায় গোটা অংশই পোশাকে আবৃত ছিল এবং তার গেটআপের প্রায় সবগুলো আইটেমগুলোই ছিল তার নিজস্ব। তিনি পরেছিলেন কালো এম্ব্রোডারিড হেম ক্যামি ড্রেসের উপর বেল্টসহ কালো উল এন্ড কটন ব্লেন্ড কোট।

অ্যাক্সেসরিজ আইটেমগুলোর মধ্যে ছিল ডি-ফ্রেম এসিটেট সানগ্লাস ও হাফ মুন লেদার শোল্ডার ব্যাগ। এগুলোর সাথে মিলিয়ে পরেছিলেন কালো রঙের ম্যানোলো ব্লাহনিক কাওস অ্যাঙ্কেল-স্ট্র্যাপ স্যান্ডেল। সব মিলিয়ে তাকে দেখিয়েছে অসাধারণ। এয়ারপোর্ট আউটফিট হিসেবে তিনি পরবর্তীতে আবার নতুন কি নিয়ে আসেন সেটাই এখন দেখার বিষয়।

এফ/০৮:০৫/১৭আগষ্ট

মডেলিং

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে