Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.7/5 (13 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-১৬-২০১৬

তাইওয়ানে নদীতে ট্যাঙ্ক, ৪ সৈন্যের মৃত্যু

তাইওয়ানে নদীতে ট্যাঙ্ক, ৪ সৈন্যের মৃত্যু

তাইপেই, ১৬ আগষ্ট- তাইওয়ানের দক্ষিণাঞ্চলে একটি ট্যাঙ্ক পিছলে নদীতে পড়ে যাওয়ায় চার সৈন্য মারা গেছে। বার্ষিক গোলাবর্ষণ মহড়া চলার পর প্রচণ্ড বৃষ্টিপাতের সময় একটি সেতু থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন।

সামরিক বাহিনী জানায়, পাঁচ সৈন্যকে বহনকারী সিএম১১ সাঁজোয়া যানটি বার্ষিক সামরিক মহড়া শেষ করে স্থানীয় সময় সকাল ১০টার দিকে দক্ষিণাঞ্চলীয় পিংটাং কাউন্টিতে ফিরে আসার সময় একটি সেতু থেকে পিছলে ওয়াংশা নদীতে পড়ে গেলে চার জন মারা যায়।

এ দুর্ঘটনায় চালক ট্যাঙ্কের ভিতর থেকে বের হয়ে আসতে সক্ষম হলেও অপর চারজন যানটি ভিতর আটকা পড়ে। পরে তাদেরকে যখন সেখান থেকে উদ্ধার করা হয় তখন তাদের দেহে বেঁচে থাকার লক্ষণ ছিল না।

অষ্টম সেনা কমান্ডের মুখপাত্র আলফনসো ইয়াং জানান, তাদেরকে দ্রুত হাসপাতালে নেয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। ইয়াং এএফপিকে বলেন, 'আমরা এ দুর্ঘটনার কারণ আমরা তদন্ত করে দেখছি।'

এফ/১৬:৪০/১৬আগষ্ট

এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে