Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-১৬-২০১৬

বাংলাদেশ ক্যাথলিক এসোসিয়েশন অফ অন্টারিও (BCAO) ১৮তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০১৬

বাংলাদেশ ক্যাথলিক এসোসিয়েশন অফ অন্টারিও (BCAO) ১৮তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০১৬

টরন্টো, ১৫ অগাস্ট- সম্প্রতি বাংলাদেশের ক্যাথলিক এসোসিয়েশন অফ অন্টারিও (BCAO) আয়োজন করে তাদের ১৮তম বার্ষিক সাধারণ সভা। সভার মূল বিষয়বস্তু ছিল বাত্সরিক কর্মকান্ড নিয়ে আলোচনা এবং সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে নতুন একটি কার্যকরী পরিষদ গঠন করা|এবারের সাধারণ সভায় ছিল প্রচুর সদস্যের আগমন এবং প্রত্যেকের মধ্যে ছিল উত্সাহ এবং উদ্দীপনা।

আলোচনা সভায় ছিল সকল সাধারণ সদস্যেদের সম্পৃক্ততা এবং গঠনমূলক বিবৃতি, যার কারণে এবারের সাধারণ সভা ছিল উদ্দীপনাময় এবং সফল| আলোচনা সভার শেষে দুই সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনারের সুষ্ঠ পরিচালনায় নির্বাচনীয় প্রক্রিয়া শুরু হয় |নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসে নয় সদস্যের নতুন কার্যকরী পরিষদ ২০১৬-২০১৮।

প্রেসিডেন্ট : মেরি জয়েস গমেজ
ভাইস-প্রেসিডেন্ট : প্যাট্রিক রোজারিও
জেনারেল সেক্রেটারি : অমিত গমেজ
অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি : ডমিনিক ডি’ক্রূজ
ট্রেজারার: সীমান্ত আন্দ্রে গমেজ
ইভেন্ট সেক্রেটারি: দিনা বোস
এক্সিকিউটিভ মেম্বার: ক্রিস্টোফার ডি’কস্তা
এক্সিকিউটিভ মেম্বার: রোজমেরী গমেজ
এক্সিকিউটিভ মেম্বার: লিও ডি’কস্তা

নতুন কার্যকরী পরিষদের বেশির ভাগ সদস্যই তরুণ, এ যেন নবীন ও প্রবীনদের এক মিলনমেলা|সবার উত্সাহ ও উদ্দীপনায় মহল ছিল রঙিন| প্রবীনদের অভিজ্ঞতা এবং নবীনদের প্রবল সক্রিয়তায় আশা করি গঠনমূলক কিছু নিয়ে আসবে এই নতুন পরিষদ| সবার ভালবাসা এবং বিশ্বাস এই পরিষদের পথের পাথেও।

নতুন পরিষদের প্রতি রইলো আমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা| শীঘ্রই এই নতুন পরিষদ আনুষ্ঠানিক ভাবে তাদের কার্যক্রম ঘোষণা করবে| যে কোনো প্রয়োজনে বা মতামত জানাতে যোগাযোগ করতে পারেন [email protected]

কানাডা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে