ঢাকা, ১৫ আগষ্ট- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকে জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে জঙ্গিদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হয়ে গেছে। জঙ্গিদের এদেশের মানুষ বর্জন করেছে। তাই তো জঙ্গিদের জানাযায় এদেশের মুসলমানরা অংশ নেয় না। মা-বাবা তার জঙ্গি সন্তানের লাশ পর্যন্ত নিতে চায় না। মা-বাবাও তাদের জঙ্গি সন্তাদের বর্জন করেছেন।”
রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন একের পর এক অসম্ভবকে সম্ভব করে চলছেন। বাংলাদেশকে যখন ক্রমশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছেন ঠিক তখনই বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে বিপদে ফেলতে অশুভ শক্তি তৎপর হয়েছে।”
“এই অশুভ শক্তিই ১৯৭৫ সালে আঘাত এনেছিলো। বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধস্ত দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই অশুভ শক্তি আঘাত হেনেছিল।”
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “শান্তির ধর্ম ইসলামের নামে জঙ্গিরা নিরীহ, নিরাপরাধ মানুষকে হত্যা করছে, মুসলমানদের হত্যা করছে। কিন্তু জঙ্গিরা ইসরাইলে হামলা করছে এটা শোনা যায় না।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএসএমএমইউ উপাচার্য কামরুল হাসান খান, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোশিয়েশন সভাপতি মাহমুদ হাসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি এম. ইকবাল আর্সলান।
আর/১০:১৪/১৫ আগষ্ট