Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-১৩-২০১৬

১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

হাকিকুল ইসলাম খোকন


১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১৩ আগষ্ট- জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন।

এবারের অধিবেশেনের শ্লোগান, ‘টেকসই উন্নয়ন লক্ষ্য : আমাদের বিশ্বকে এগিয়ে নিতে সংঘবদ্ধ চাপ’। আগামী ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ব নেতারা সম্মেলনে বক্তব্য উপস্থাপনের পাশাপাশি চলমান বিভিন্ন ইস্যুতে সাইড-বৈঠকেও মিলিত হবেন। 

অবশ্য বাংলাদেশের বক্তব্য কবে উপস্থাপিত হবে সেটি এখনও নির্ধারিত হয়নি। তবে ২৩ সেপ্টেম্বরের কোন এক সময় এটি হতে পারে। 

সংশ্লিষ্টরা জানান, ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। বৈঠকের হোস্ট জাতিসংঘ মহাসচিব বান কি মুন। একইদিন প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত ‘লিডার্স সামিট অন গ্লোবাল রিফিউজি ক্রাইসিস’ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ স্থায়ী মিশন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নিউইয়র্কে অবস্থানের চূড়ান্ত সময়সূচি নির্ভর করছে জাতিসংঘের কর্মসূচির ওপর। এজন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। 

দারিদ্র বিমোচন, জঙ্গিবাদ দমনসহ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থানের স্বীকৃতি মিলবে এবারের শীর্ষ সম্মেলনে-এমন আভাস পাওয়া গেছে জাতিসংঘ সদর দফতর থেকে।এ বারের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন পিটার থমসন। 

নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা প্রেসিডেন্ট বারাক ওবামাসহ গুরুত্বপূর্ণ অনেক রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালে নয়া কমিটি গঠন নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগে জোর আলোচনা চলছে। এ সময় তিনি নিউইয়র্ক স্টেট এবং সিটি কমিটির শীর্ষ ৩ কর্মকর্তার নাম ঘোষণা করতে পারেন বলে আভাস পাওয়া গেছে। প্রায় ৩ বছর ধরে যুক্তরাষ্ট্র কমিটি মেয়াদ উত্তীর্ণ। 

জানাগেছে ড. সিদ্দিকুর রহমানকে চেয়ারপার্সন করে প্রবীণ নেতাদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করতে পারেন মেখ হাসিনা। এছাড়া একজন নারীকেও মূল কমিটিতে অন্তর্ভুক্ত করা হতে পারে। 

আমেরিকা-বাংলাদেশ এলাইন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম, যুক্তরাষ্ট্র্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নূরন্নবী, ইউএস সেনসাস ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তা ড. মনসুর খন্দকার, বাকসুর সাবেক জিএস ড. প্রদীপ রঞ্জন কর এবং ফার্মাসিস্ট আকতার হোসেনের নাম রয়েছে সভাপতির তালিকায়। 

সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছে এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরীর নাম (যদি তিনি ঢাকার পরিবর্তে নিউইয়র্কে অবস্থানে সম্মত হন)। এ পদে আরো রয়েছেন বর্তমানের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন,  সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি, সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান মিলন এবং ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি রফিক পারভেজ । 

আর/১০:১৪/১৩ আগষ্ট

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে