Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ , ১০ মাঘ ১৪২৬

গড় রেটিং: 2.2/5 (17 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-১২-২০১৬

পন্টিংয়ের সেরা একাদশে মাত্র তিনজন উপমহাদেশীয়

পন্টিংয়ের সেরা একাদশে মাত্র তিনজন উপমহাদেশীয়

সিডনি, ১২ অগাস্ট- আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছরের লম্বা ক্যারিয়ারে অনেক ক্রিকেটারেরই মুখোমুখি হয়েছেন রিকি পন্টিং। এবার তার মুখোমুখি হওয়া ও সতীর্থ ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ বাছাই করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। 

বিশ্বকাপজয়ী এই অধিনায়ক অবশ্য নিজেকেই এই একাদশে রাখেননি। তবে অস্ট্রেলিয়া থেকে আছেন পাঁচ জন। অন্যদিকে, উপমহাদেশ থেকে মাত্র তিনজন ক্রিকেটারকে বেছে নিয়েছেন পন্টিং। তার এই একাদশের অধিনায়ক করেছেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে।

পন্টিংয়ের একাদশে উদ্বোধনী জুটিতে সুযোগ পেয়েছেন তারই এক সময়ের দুই সতীর্থ জাস্টিন ল্যাঙ্গার ও ম্যাথু হেইডেন। এই দুজনকে নিয়ে পন্টিং লর্ডসের ওয়েবসাইটে এক ভিডিও বার্তায় জানান তাদের ব্যাটিং খুবই উপভোগ্য। এছাড়াও ল্যাঙ্গারকে খেলোয়াড় জীবনের অন্যতম সেরা সতীর্থ হিসেবে অভিহিত করেন।

বললেন, ‘এই দুজনের ব্যাটিং আমি সত্যিই খুব উপভোগ করতাম। দুজনের ব্যাটিং স্টাইল আলাদা। দীর্ঘদেহী হেইডেন সব সময় বোলারদের ওপর চাপ তৈরি করেছে। আর অন্যপ্রান্তে তার ছোট সঙ্গী জাস্টিন ল্যঙ্গার; যে কিনা আমার খেলোয়াড়ী জীবনের সেরা সতীর্থদের মধ্যে অন্যতম।’

পন্টিংয়ের একাদশে তিন নম্বরে ব্যাট করবেন ৪৫ টেস্ট সেঞ্চুরিতে ১৩ হাজার ২৮৯ রান ও ২৯২ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিস। চারে অনুমিতভাবেই ‘লিটল মাস্টার’ শচিন টেন্ডুলকার। ভারতীয় কিংবদন্তিকে ছাড়া খুব বেশি সেরা একাদশ হতেই পারে না বলে মনে করেন পন্টিং।

এই একাদশে পাঁচ নম্বরে ব্যাট করবেন ক্যারিবীয় বরপুত্র ব্রায়ান লারা। ছয়ে অধিনায়ক হিসেবে আছেন লঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারা। সাত নম্বরে কিছুটা চমক রেখেছেন পন্টিং। সাতে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে থাকছেন পন্টিংয়ের স্বদেশী অ্যাডাম গিলক্রিস্ট।

পন্টিংয়ের একাদশের বাকি চারজন বোলার। একমাত্র স্পিনার হিসেবে আছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। আছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। এছাড়াও শেষ দুজন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ফাস্ট বোলার কার্টলি অ্যামব্রোস ও তার স্বদেশী গ্লেন ম্যাকগ্রা।

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে