Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-১২-২০১৬

আটক ৫ জঙ্গি সুইসাইড অ্যাটাকের প্রশিক্ষণ প্রাপ্ত

আটক ৫ জঙ্গি সুইসাইড অ্যাটাকের প্রশিক্ষণ প্রাপ্ত

ঢাকা, ১২ আগষ্ট- পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, রাজধানীতে বড় ধরনের নাশকতা করার জন্যই আটক হওয়া ৫ জেএমবি সদস্যকে ঢাকায় আনা হয়েছিল। আটক ৫ জঙ্গি সুইসাইড অ্যাটাকের প্রশিক্ষণ প্রাপ্ত।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, আটক পাঁচজন নিউ জেএমবি’র সদস্য। রাজধানীতে বড় ধরনের নাশকতার জন্যই তাদের ঢাকায় আনা হয়। তাদের সুইসাইড অ্যাটাকের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গুলশান ও কল্যাণপুরের ঘটনায় সংগঠনটির বেশ কয়েকজন সদস্য নিহত হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে সদস্য সংগ্রহ করছে জেএমবি। এরই ধারাবাহিকতায় আটককৃতরা ঢাকায় আসেন।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকায় আরও চার জেএমবি জঙ্গির আসার কথা জানতে পেরেছি আমরা। তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আর/১৭:১৪/১২ আগষ্ট

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে