Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.1/5 (20 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-১২-২০১৬

মিস এশিয়ায় বাংলাদেশের মেয়ে অপ্সরা আলী

মিস এশিয়ায় বাংলাদেশের মেয়ে অপ্সরা আলী

ঢাকা, ১২ আগষ্ট- মডেলিং ও অভিনয়ে দেশে সবার প্রশংসা পাওয়ার পাশাপাশি দেশের বাইরেও সবার নজর কেড়েছেন ২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখা অপ্সরা আলী।

গত বছর মালয়েশিয়ার কুয়ালালামপুরে শেষ হওয়া মিস কসমোপলিটান-২০১৫ প্রতিযোগিতায় তিনি ছিলেন সেরা দশ সুন্দরীর মধ্যে। আর এবার অপ্সরা নির্বাচিত হয়েছেন মিস বাংলাদেশ ২০১৬। আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশের এই সেরা সুন্দরী এবার অংশ নিতে যাচ্ছেন ‘মিস এশিয়া-২০১৬’ প্রতিযোগিতায়।

আগামী ১৮ই আগস্ট ভারতের কেরালার কোচিতে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। আর এ অনুষ্ঠানে যোগ দিতে দুই-একদিনের মধ্যেই ভারতে যাচ্ছেন অপ্সরা আলী।

আর/১৭:১৪/১২ আগষ্ট

মডেলিং

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে