Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-১২-২০১৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিনিদের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি: বার্নিকাট

বাংলাদেশ ভ্রমণে মার্কিনিদের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি: বার্নিকাট

ঢাকা, ১২ আগষ্ট- বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট।

বৃহস্পতিবার তৈরি পোশাকশিল্প–মালিকদের সংগঠন বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক শেষে দুপুর দেড়টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। রাজধানীর তেজগাঁওয়ে সংগঠনটির কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

বার্নিকাট বলেন, ‘বড় জঙ্গি হামলার পর যুক্তরাষ্ট্র সরকার তার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে। তবে বলেনি যে বাংলাদেশ নিরাপদ নয়, ভ্রমণ করিও না। আমরা মনে করি না যে বাংলাদেশে সব ধরনের ভ্রমণ বাতিলের প্রয়োজন আছে। সরকার বিদেশি ব্যবসায়ীসহ অন্যদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে।’ 

‘তারপরও অনেকে বৈঠক করতে বাংলাদেশের ব্যবসায়ীদের অন্য দেশে ডেকে নিয়ে যাচ্ছেন। এটি খুবই স্বাভাবিক ঘটনা’, যোগ করেন তিনি।  

বার্নিকাট আরও বলেন, রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর বাংলাদেশের নেওয়া নানা পদক্ষেপে আমরা সন্তুষ্ট। তবে বাংলাদেশের আরও অনেক কাজ করতে হবে। আমরা বাংলাদেশ সরকারের প্রতি তাদের কাজের বিষয়ে স্বচ্ছ থাকতে বলেছি। কারণ এতে করে নানা বিষয়ে পর্যালোচনা করতে পারব। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ নানা পদক্ষেপ নিচ্ছে যা প্রশংসার দাবি রাখে।

অন্যদিকে বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে তিনি আগ্রহী করে তুলছেন উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা তাদের বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য আহবান জানাচ্ছি। ব্যবসায়ীরাও বাংলাদেশের প্রতি আগহী। সব বিষয়ে আমরা বাংলাদেশের পাশে থাকব।

গার্মেন্টস সংশ্লিষ্ট কারখানাগুলোর নিরাপত্তা ও সংস্কার বিষয়ে বিজিএমইএ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে বার্নিকাট আরও বলেন, বাংলাদেশের পোশাক কারখানাগুলোর মধ্যে বেশিরভাগ কারখানার অবস্থা অনেকটাই ভালো অবস্থানে রয়েছে।

তাছাড়া বাংলাদেশের কারখানাগুলো সংস্কারের জন্য আর্থিক সুবিধার বিষয়েও দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আর্থিক সুবিধা কীভাবে ব্যবসায়ীরা পেতে পারেন সেসব বিষয়ে আলোচনা হয়েছে।

সেসময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি ফারুক হাসান, মোহাম্মদ নাছির, মাহমুদ হাসান, ফেরদৌস পারভেজ প্রমুখ। 

আর/১০:১৪/১১ আগষ্ট

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে