Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-১১-২০১৬

ওবামা-কন্যার গোপন ভিডিও ফাঁস! (ভিডিও সংযুক্ত)

ওবামা-কন্যার গোপন ভিডিও ফাঁস! (ভিডিও সংযুক্ত)

ওয়াশিংটন, ১১ আগষ্ট- ওবামা-কন্যা মালিয়ার ধূমপানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ওই ভিডিওয় সিগারেটের মতো কিছু খেতে দেখা যায় মালিয়াকে৷ অনেকেই বলছেন, সিগারেটের বদলেওটা গাঁজাও হতে পারে৷ তবে, মালিয়ার সমর্থনেও কম ট্যুইট হয়নি৷ ট্রেন্ডিং হয়ে গিয়েছে “Let Malia Live”৷

জানা গিয়েছে, ভিডিওটি গত মাসের। সেই সময় সদ্য হাইস্কুল উত্তীর্ণ হয়েছেন মালিয়া৷ হার্ভার্ডে যাওয়ার আগে কিছুটা সময় ছিল৷ এই ছবিটি সেই সময়কারই৷ তার উপর ওটা ছিল ‘লোলাপালুজা’— বা বার্ষিক সঙ্গীত উৎসব। আর এই উৎসবে সকলেই যে উচ্ছ্বল হয়ে পড়ে, তা কারও অজানা না৷

মালিয়ার সমর্থকদের বক্তব্য, মালিয়াকে তাঁর মতো করেই বাঁচতে দেওয়া উচিত৷ মালিয়া যদি মার্কিন প্রেসিডেন্টের কন্যা না হয়ে আর পাঁচজনের মতো সাধারণ কোনও মার্কিন নাগরিকের মেয়ে হতেন, তাহলে এসব নিয়ে কেউ মাথা ঘামাতেন না৷

উল্লেখ্য, এই তথ্য অনেকেরই জানা যে, মার্কিন প্রেসিডেন্ট তথা মালিয়ার বাবা বারাক ওবামাও কমবয়য়ে গাঁজা খাওয়ার কথা স্বীকার করেছিলেন৷

ভিডিও 

এফ/২৩:১৫/১১আগষ্ট

উত্তর আমেরিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে