Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.9/5 (8 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-১১-২০১৬

ফের অধীর দুর্গে ভাঙন, আরও একটি পুরসভা তৃণমূলের দখলে

ফের অধীর দুর্গে ভাঙন, আরও একটি পুরসভা তৃণমূলের দখলে

কলকাতা, ১১ আগষ্ট- ফের অধীর দুর্গে ভাঙন ধরালেন শুভেন্দু অধিকারী৷ মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, আজিয়াগঞ্জ ও জঙ্গিপুর পুরসভার পর এবার বেলডাঙা পুরসভাও তৃণমূলের দখলে এল৷ বেলডাঙা পুরসভার চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানসহ মোট সাতজন তৃণমূলে যোগ দেয়৷

এরমধ্যে একজন আরএসপি কাউন্সিলারও রয়েছে৷ বুধবার তৃণমূল ভবনে এদের হাতে ঘাসফুলের ঝাণ্ডা তুলে দেন মুর্শিদাবাদে তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী৷ বেলডাঙা পুরসভার মোট ১৪টি আসনের মধ্যে কংগ্রেসের দখলে ছিল ৯টা,বিজেপি ৩ টে,সিপিএম ১টা ও আরএসপির দখলে ১টা৷ কংগ্রেসের ৬ জন ও আরএসপির ১ জন যোগ দেওয়ায় তৃণমূল ৭টা আসন পেয়ে গেল৷ এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন এই সাতজন তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলে ভোট গঠন করতে আর কোনও বাধা রইল না৷

এদিন অধীর চৌধুরীর দুর্গে ভাঙন ধরিয়ে শুভেন্দু অধিকারী বলেন,অধীর চৌধুরীর ঘর এবার তাসের ঘরের মতো ভেঙে পরবে৷ ৩১.১২.২০১৬ এর মধ্যে মুর্শিদাবাদ ও মালদহে কংগ্রেস বলে কোনও বস্তুই থাকবে না৷

এফ/০৮:৩০/১১আগষ্ট

পশ্চিমবঙ্গ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে