Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ , ১০ মাঘ ১৪২৬

গড় রেটিং: 5.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-১০-২০১২

সুনামগঞ্জে বজ্রপাতে ইমামসহ ১৩ জনের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ইমামসহ ১৩ জনের মৃত্যু
সুনামগঞ্জ, ১০ আগষ্ট- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরসতিপুর গ্রামে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বজ্রপাতে ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং ১৭ জন আহত  হয়েছেন। এ সময় তারা তারাবীর নামাজ আদায় করছিলেন।
নিহতদের মধ্যে মসজিদের ইমাম রয়েছেন। তার নাম সাহাব উদ্দিন।
অন্যান্য নিহতরা হলেন- মানিক (৫০), গফুর (৬৫), তাহের আলী (৬০), রিপন (২৫), হযরত আলী (২৫), নজরুল (৫৫), নূর ইসলাম (৫৫), মোসলেমিন (২৫), নুরুল ইসলাম(৫০), বাদশা(১৫), আনোয়ার হোসেন(২৫) ও  আব্দুস সালাম(২৯)।
ইউপি চেয়ারম্যান মহসিন আহমদ জানান, তারাবীর নামাজ পড়ার সময় হঠাৎ বজ্রপাত হলে  এ হতাহতের ঘটনা ঘটে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(পশ্চিম) জাফর হোসেন জানান, ঘটনাস্থলের উদ্দেশ্যে ধর্মপাশা থানা থেকে পুলিশ রওয়ানা দিয়েছে।
সরসতিপুর গ্রামের ইউপি সদস্য আবুল কালাম জানান, আহত ৬ জনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম মোবাইল ফোনে ১৩ জন নিহত হওয়ার বিষযটি নিশ্চিত করেছেন।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে