Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-১০-২০১৬

ফেলপসের গলায় ২১তম স্বর্ণ

ফেলপসের গলায় ২১তম স্বর্ণ

রিও ডি জেনিরো, ১০ আগষ্ট- রিও অলিম্পিকে সুইমিং পুলে আবারো ঝড় তুলে এবারের আসরের তৃতীয় স্বর্ণ জিতেছেন মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস।

নিজের পঞ্চম গেমসে ক্যারিয়ারের ২১তম স্বর্ণসহ ২৫টি পদক গলায় উঠলো এখন পর্যন্ত সেরা এ অলিম্পিয়ানের।

আগের চার আসরের মতো রিও অলিম্পিকের সাঁতার-পুলে চলছে ফেল্পস-ঝড়। পদক লড়াইয়ের চতুর্থ দিন আরো দুটি স্বর্ণ পদক  জিতেছেন আমেরিকার ‘জল-দানব’।

আর আমেরিকান মেয়েরা জিমন্যাস্টিকসের দলগত শ্রেষ্ঠত্বও ধরে রেখেছে। তবে, টেনিসে হেরে বিদায় নিয়েছেন ২২ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতা সেরিনা উইলিয়ামস।

২০১২’র লন্ডন অলিম্পিকে চারটি স্বর্ণ জিতলেও আমেরিকার ‘জল-দানব’ মাইকেল ফেল্পসকে দু’শ’ মিটার বাটার ফ্লাইয়ের শ্রেষ্ঠত্ব হারাতে হয়।  রিওতে সেই হারের প্রতিশোধ নিলেন ৩১ বছরের ফেল্পস। সবার আগে সাঁতার শেষ করে রিও’তে দ্বিতীয় এবং ক্যারিয়ারের ২০তম অলিম্পিক স্বর্ণ জেতেন এ লিভিং লিজেন্ড। জাপানের মাসাতো সাকাই পেয়েছেন রৌপ্য, চতুর্থ হয়েছেন লন্ডন গেইমেসের চ্যাম্পিয়ন  সাউথ আফ্রিকান চ্যাড লে-ক্লজ।

ব্যক্তিগত সাফল্যের পর দু’শ’ মিটার রিলে সাঁতারে যুক্তরাষ্ট্রকে স্বর্ণ জিতিয়েছেন ফেল্পস।  এ নিয়ে পাঁচ আসরে ২১ স্বর্ণসহ মোট ২৫ অলিম্পিক পদক জিতে গড়েছেন অনতিক্রম্য রেকর্ড। রিওতে এ পর্যন্ত জিতেছেন তিন স্বর্ণ,  আগামি দু’দিন একশ’ মিটার বাটারফ্লাই ও দুশো মিটার মিডলে সাঁতারে আরো দুটি স্বর্ণ জয়ের হাতছানি তার সামনে।

পুলে আমেরিকানদের সাফল্যের দিনে গেইমসে দ্বিতীয় সোনার পদক গলায় ঝুলিয়েছেন কেটি লেডেকি। ১৯ বছর বয়সী লেডেকি মেয়েদের  দু’শ’ মিটার ফ্রি-স্টাইলে স্বর্ণ জিতেছেন । একশ’ মিটার ফ্রি-স্টাইলে স্বর্ণ জেতা সুইডিশ সারা সর্সস্ট্রম পেয়েছেন রৌপ্য পদক।

সাঁতার-পুলে নাহোক, ডাইভিং পুলে নিরংকুশ দাপট চীনাদের। দশ মিটার সিনক্রোনাইজড প্লাটফর্ম ডাইভিং’এ চীনের চেন রুলিন ও লিউ হুইজিয়া জুটি জিতেছেন সোনার পদক। ডাইভিং’এ চীনের এটা  টানা তৃতীয় স্বর্ণ জয়। চেন রুলিনও এই ইভেন্টে টানা তিন আসরে জিতলেন সোনার পদক ।

মেয়েদের ভারোত্তোলনেও চীনা সাফল্য। ৬৩ কিলোগ্রাম ওজন শ্রেণিতে নতুন বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন চীনের ডেং উয়ি। নর্থ কোরিয়া রুপা এবং ব্রোঞ্জ পদক উঠেছে   কাজাখস্তানের প্রতিযোগির গলায়।

তবে, মেয়েদের দলগত জিমন্যাস্টিকসে শ্রেষ্ঠত্ব মার্কিনিদেরই। একশ’ চুরাশি দশমিক আট-নয় পয়েন্ট পেয়ে লন্ডন গেইমসের স্বর্ণপদক  ধরে রেখেছে তারা। রাশিয়া রূপা  এবং চীন পেয়েছে ব্রোঞ্জপদক।

অলিম্পিকের বেশিরভাগ ইভেন্টে ধারণা অনুযায়ী জয়-পরাজয় চললেও টেনিসে  ঘটেই চলেছে অঘটন । ছেলেদের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সার্বিয়ার নোভাক জকোভিচ ও নাম্বার টু অ্যান্ডি মারে’র পথ ধরে বিদায় নিয়েছেন লন্ডন গেইমসে সিঙ্গলসের স্বর্ণ পদক জেতা সেরিনা উইলিয়ামস।  দু’দিন আগে ডাবলসে হেরে যাওয়া সেরিনা এবার সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে হেরেছেন ইউক্রেনের এলিনা সিভিতোলিনার কাছে।

আর/১০:১৪/১০ আগষ্ট

অন্যান্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে