Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-১০-২০১৬

'নিজেকে পাকিস্তানি বলতে লজ্জা করে' (ভিডিও সংযুক্ত)

'নিজেকে পাকিস্তানি বলতে লজ্জা করে' (ভিডিও সংযুক্ত)

ইসলামাবাদ, ০৯ আগষ্ট-  বুরহান ওয়ানির পোস্টার লাগিয়ে ট্রেন চালানো হোক কিম্বা জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদদের জামাই আদর করে রাখা হোক, পাকিস্তান যে উন্নয়ন দিক থেকে পিছিয়েই রয়েছে, এবার কথা আরও একবার উঠে এল l আর এবার তাদের সাংসদের মুখ থেকেই উঠল সেই কথা l ফজিয়া এজাজ খান নামে পাকিস্তানের ওই সাংসদ স্পষ্ট জানালেন, প্রতিদিনের খাবারের ন্যূনতম যোগানটুকুও নেই সেখানকার ৯৮ % মানুষের l

শুধু তাই নয়, সংসদে দাঁড়িয়ে স্পষ্ট জানলেন, নিজেকে পাকিস্তানি বলতে তাঁর লজ্জা করে l পাশপাশি, ইসলাম কখনও হিংসা করার শিক্ষা দেয় না l মানুষের মধ্যে যাতে শান্তি বজায় থাকে, সেই শিক্ষাই ইসলাম সব সময় দেয় বলেও মন্তব্য করেন তিনি l 

প্রসঙ্গত, সোমবার পাকিস্তানের বালোচিস্তানের একটি হাসপাতালে আত্মঘাতী বিস্ফোরণ হয় l কমপক্ষে ৩৫ জনের মৃত্য হয় ওই বিস্ফোরণে l আহত হন আরও অনেকে l আর তারপর থেকেই উঠতে শুরু করে প্রশ্ন l

জামাত-উদ-দাওয়া কিম্বা হিজবুল মুজাহিদিন বা লস্কর-ই-তইবা-দের যতই ভারতের বিরুদ্ধে সন্ত্রাস করতে পাকিস্তান উসকানি দিক না কেন, তারা নিজেরা কি সন্ত্রাসের হাত থেকে রক্ষা পেয়েছে ? আর এবার সেই একই সুর শোনা গেল পাকিস্তানের এক সাংসদের গলায় l

আর/১৭:১৪/০৯ আগষ্ট

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে