Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-১০-২০১৬

জঙ্গিরাই বন্ধু তাদের ! বুরহানের পোস্টার লাগিয়েই পাকিস্তানে চলছে ট্রেন

জঙ্গিরাই বন্ধু তাদের ! বুরহানের পোস্টার লাগিয়েই পাকিস্তানে চলছে ট্রেন

ইসলামাবাদ, ০৯ আগষ্ট- গত ৮ জুলাই হিজবুল জঙ্গি বুরহান ওয়ানিকে শেষ করেছিল ভারতীয় সেনা l কিন্তু, জঙ্গিদের হিট লিস্টে থাকা বুরহানকে ভারতীয় সেনার খতম করার ঘটনাকে পাকিস্তান যে ভাল চোখে নেয়নি, তা আরও একবার প্রমাণ করে দিল তারা l জঙ্গি বুরহানের পোস্টার এবার পাকিস্তান লাগিয়ে দিল ‘আজাদি এক্সপ্রেস’-এর দেওয়ালে l 

বুরহানকে রীতিমত হাতে কলমে ‘শহিদ’-এর মর্যাদা দিল নওয়াজ শরিফের সরকার l আর ওই ঘটনায় কাশ্মীরের বিচ্ছিনতাবাদী নেতা সইদ আলি শাহ গিলানি যে বেজায় খুশি হয়েছেন, ট্যুইট করেই তার প্রমাণ দিয়েছেন l

বুরহান ওয়ানিকে  ’শহিদ’ ঘোষণা করে আগেই পাকিস্তানে ‘কালা দিবস’ পালন করেছেন নওয়াজ শরিফ l আর এবার বুরহানের পোস্টার ট্রেনে লাগিয়ে হাফিজ সইদ, সইদ সালাউদ্দিন এবং গিলানিদের কাছে নওয়াজ সরকার প্রমাণ করে দিল যে, কাশ্মীরকে অশান্ত করতে পাকিস্তানের সমর্থন সব সময়ই তাদের সঙ্গে রয়েছে l

এদিকে, আন্তর্জাতিক সার্ক সন্মেলনে হাজির হয়ে রাজনাথ সিং রীতিমত তোপ দেগেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে l স্পষ্ট জানিয়েছিলেন, জঙ্গিদের সমূলে উত্খাত করতে হবে l পাশপাশি, না না করেই কটাক্ষ করেছিলেন পাকিস্তানকে l জানিয়েছিলেন, জঙ্গিদের কখনওই ‘শহিদের’ মর্যাদা দেওয়া উচিত নয় l শুধু রাজনাথ সিং নন, জঙ্গিপনাকে উত্খাত করতে হবে বলে ওয়াশিংটনও স্পষ্ট বার্তা দিয়েছিল পাকিস্তানকে l কিন্তু, কোনও কথাতেই যে হুঁশ ফেরেনি নওয়াজ সরকারের, তা কিন্তু স্পষ্ট l না হলে, জঙ্গি বুরহানকে আজাদি এক্সপ্রেসে জায়গা দিয়ে, জঙ্গিপনাকে প্রকাশ্যে মদত দিতে পারত না পাকিস্তান l

আর/১৭:১৪/০৯ আগষ্ট

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে