Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৮-০৯-২০১৬

মধ্য আয়ের দেশের টার্গেট সমবায় ছাড়া সম্ভব নয়

মধ্য আয়ের দেশের টার্গেট সমবায় ছাড়া সম্ভব নয়
এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ

ঢাকা, ০৯ আগষ্ট- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সমবায় ছাড়া ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার টার্গেট অর্জন সম্ভব নয়। তাই সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

রাজধানীর সমবায় ভবনে সমবায় অধিদফতর আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের সমবায়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, সমবায় ছাড়া গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হবে না। আর গ্রামীণ অর্থনীতির উন্নয়ন না হলে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যও অর্জন সম্ভব নয়। সরকারের লক্ষ্য হচ্ছে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত করা। আরও পাঁচ বছর সময় আছে। কাজেই ব্যর্থতাকে বড় করে না দেখে অর্জনগুলোকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, বর্তমানে দেশের পাথাপিছু আয় ১ হাজার ৪শ’ ডলার। মধ্য আয়ে পরিণত হতে ৪ হাজার ডলার আয়ে উত্তীর্ণ হতে হবে। আর সমবায় ছাড়া এ টার্গেট অর্জন সম্ভব নয়। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মন্ত্রী এ সময় গ্রামীণ পর্যায়ের ছোট ছোট অর্থনৈতিক সমিতিগুলোকে সমবায়ের নিবন্ধন দেওয়ার প্রতিও জোর দেন।

আয়োজক সংস্থার ভারপ্রাপ্ত সচিব ড. প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে সভায় এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য ইস্রাফিল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী মশিউর রহমান বলেন, সমবায়কে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এরশাদের শাসন আমলেও সমবায়কে এগিয়ে নিয়ে যাওয়া হয়নি। সে সময় অনেকেই ভুল বুঝিয়েছে। তবে আমরা ভুল করেছি, এখন এগিয়ে যেতে চাই।

ড. প্রশান্ত কুমার রায় কর্মকর্তাদের বলেন, আপনারা কাউকে সমবায় সমিতির সদস্য হতে চাপ দেবেন না। ইতিবাচক-নেতিবাচ দিকগুলো আগে বুঝিয়ে বলবেন। তবেই সমবায় সফল হবে।

আলোচনা সভার পূর্বে সমবায় ভবনের নিচ তলায় স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করেন সমবায় মন্ত্রী। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনে বিজয়ী হওয়ার পর বঙ্গবন্ধু কো-অপারেটিভ ও অ্যাগ্রিকালচার দফতরের মন্ত্রী হয়েছিলেন।

এফ/২২:৫০/০৯আগষ্ট

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে