Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ , ২ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 2.6/5 (23 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-১৭-২০১১

শেয়ারে বিনিয়োগ: কর রেয়াতের আদেশ জারি

শেয়ারে বিনিয়োগ: কর রেয়াতের আদেশ জারি
রাতভর ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের অনশন-বিক্ষোভের পর পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রেয়াত, মিউচুয়াল ফান্ডের ওপর আরোপিত কর কমানো এবং ব্রোকারেজ কমিশনের উৎসে আয়কর কমানোর বিষয়ে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু'নেম বলেন, "সোমবার সকালে এ বিষয়ে এসআরও জারি করা হয়েছে।"
টানা দরপতের প্রেক্ষিতে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে গত বুধবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে এক জরুরি বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেন এনবিআর কর্মকর্তরা।
ওই বৈঠকের পর এক জরুরি সংবাদ সম্মেলনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেন, "আয়ের যে অংশ পুঁজিবাজারের বিনিয়োগ করা হতো সে অংশটির ওপর আগে কর রেয়াত দেওয়া হতো। কিন্তু চলতি বাজেটে এ কর রেয়াত সুবিধা তুলে দেওয়া হয়। শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে পুনরায় কর রেয়াত দেওয়া হবে।"
"এছাড়া স্টক এক্সচেঞ্জের মেম্বারদের পাওয়া কমিশনের ওপর উৎসে আয়করের হার কমানো হবে বলেও এনবিআর জানিয়েছে," যোগ করেন তিনি।
চলতি বছর বাজেটে স্টক এক্সচেঞ্জের মেম্বারদের পাওয়া কমিশনের ওপর উৎসে আয়কর হার দশমিক ০৫ শতাংশ থেকে বাড়িয়ে দশমিক ১০ শতাংশ করা হয়।
এসইসি চেয়ারম্যান বলেন, "এ কর হার কমিয়ে আবার আগের অবস্থানে নেওয়া হবে বলে এনবিআর আশ্বস্ত করেছে।"
এছাড়া মিউচুয়াল ফান্ডের ওপর চলতি বাজেটে আরোপ করা করহার কমানোর বিষয়টি এনবিআর বিবেচনা করছে বলেও জানান খায়রুল হোসেন।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে