Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.1/5 (46 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-০৭-২০১৬

বঙ্গবন্ধুর আত্মজীবনী ইংরেজিতে প্রকাশ

বঙ্গবন্ধুর আত্মজীবনী ইংরেজিতে প্রকাশ

ঢাকা, ০৭ আগষ্ট- বঙ্গবন্ধুকে নিয়ে আত্মজীবনী, কবিতা, গল্পগ্রন্থ রচিত হলেও ইংরেজি ভাষায় তা বড় অপ্রতুল।প্রাবন্ধিক সৈয়দ বদরুল আহসান সেই আক্ষেপ ঘুচালেন এবার। বঙ্গবন্ধুর ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবনের নানা চালচ্চিত্র নিয়ে  তিনি লিখেছেন ‘ফাদার অফ দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’স বায়োগ্রাফি-ফ্রম রেবেল টু ফাউন্ডিং ফাদার’ বইটি। দিল্লির নিয়োগি প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত এ বইটির বাংলাদেশে পরিবেশক পাঠক সমাবেশ। শনিবার বিকালে পাঠক সমাবেশে বইটির প্রকাশনা অনুষ্ঠিত হয়।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “আমি বইটি যতটুকু পড়েছি, মোটামোটিভাবে বলা যায় বইটি সুখপাঠ্য। এই এতটুকু বইয়ের মধ্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক আত্মজীবনী বলা নিশ্চয় বড় কৃতিত্বের বিষয়। প্রতিটি লাইন, প্রতিটি অনুচ্ছেদ খুব সাবধানে পড়তে হয়।”

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “মহামানব বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনকে আমি এক কথায় বলবো এক এপিক জার্নি। গবেষণামূলক এই গ্রন্থে হয়ত তার সবটুকু প্রকাশ করা সম্ভব নয়।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন “বহুমাত্রিক, ঘটনাবহুল ও ঝঞ্ঝাবিক্ষুব্ধ। ইংরেজি ভাষায় গ্রন্থ প্রকাশের ফলে ইংরেজি ভাষাভাষী তরুণরা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে, বুঝতে পারবে।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “বঙ্গবন্ধুকে নিয়ে গল্প, কবিতা তো আর নেহায়েত কম লেখা হয়নি। তবে রাজনৈতিক আত্মজীবনীমূলক গ্রন্থ বলতে আমি বদরুল আহসানের বইটির কথা বিশেষভাবে উল্লেখ করবো। লেখক অল্প পরিসরে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন।”

এসময় আরো বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন প্রমুখ। ২৮০ পৃষ্ঠার আত্মজীবনীমূলক বইটির দাম নির্ধারণ করা হয়েছে ১১৯০ টাকা।

এফ/১৬:০৫/০৭আগষ্ট

সাহিত্য সংবাদ

আরও সাহিত্য সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে