Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-০৭-২০১৬

নির্বাচনে ম্যান্ডেলার দল এএনসি’র ভরাডুবি

নির্বাচনে ম্যান্ডেলার দল এএনসি’র ভরাডুবি

প্রিটোরিয়া, ০৬ আগষ্ট- দক্ষিণ আফ্রিকার স্থানীয় সরকার নির্বাচনে ২২ বছরের মাথায় বড় ধরনের ধাক্কা খেল দেশটির বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। ১৯৯৪ সালের পর এতবড় ধরনের ফলাফল বিপর্যয়ে আর পড়েনি এএনসি।

বুধবারের পৌরসভা নির্বাচনে ৯৯ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, এএনসির ঘাঁটি হিসেবে পরিচিত নেলসন ম্যান্ডেলা বে’তে বিরোধী দল ডেমোক্রেটি অ্যালায়েন্সের (ডিএ) কাছে হেরে গেছে ম্যান্ডেলার এএনসি। এছাড়া জোহানেসবার্গ ও প্রিটোরিয়ায়ও দুই দলের মধ্যে ব্যবধান খুবই সামান্য। তবে জাতীয় পর্যায়ে এখনো ৫৪ শতাংশ সমর্থন এএনসির পক্ষে।

গত দুই দশকেরও বেশি সময় ধরে এএনসি সব ধরনের নির্বাচনে ৬০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়লাভ করে আসছে। নেলসন ম্যান্ডেলা বে’তে হার দলটির জন্য বড় আঘাত। সেখানে ডিএ ৪৬ দশমিক ৫ শতাংশ এবং এএনসি ৪১ শতাংশ ভোট পেয়েছে। প্রথমে ফল চ্যালেঞ্জ করার কথা বললেও পরে সেখানে পরাজয় স্বীকার করে নেয় এএনসি।

বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ আফ্রিকায় দ্রুত বেড়ে চলা বেকারত্ব আর দুর্নীতির খেসারত দিতে হল প্রয়াত নেলসন ম্যান্ডেলার দলকে। বর্ণবৈষম্যের অবসানের ২২ বছর পর দক্ষিণ আফ্রিকায় কোনো নির্বাচনে বড় ধাক্কা খেল ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)।

কালো মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে যার অগ্রণী ভূমিকা লেখা রয়েছে ইতিহাসের পাতায়, সেই এএনসি এবার স্থানীয় নির্বাচনে সবচে বড় ধাক্কা খেয়েছে তার ‘দুর্গ’ এলাকাগুলোতেই। নেলসন ম্যান্ডেলা বে’র পৌরসভাই হাত থেকে ছুটে গেছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের। এএনসি’র সেই সব দিনের লড়াইয়ের প্রায় সব বড় নেতাই এসেছেন ওই এলাকা থেকে।

আর/১০:১৪/০৬ আগষ্ট

আফ্রিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে