Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-০৫-২০১৬

সিঙ্গাপুরের পরপারে গ্রেফতার ছয় আইএস জঙ্গি

সিঙ্গাপুরের পরপারে গ্রেফতার ছয় আইএস জঙ্গি

জাকার্তা, ০৫ আগষ্ট- ইন্দোনেশিয়ার বাটাম দ্বীপ থেকে গ্রেফতার ছয় আইএস জঙ্গি৷ গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় সময় শুক্রবার ওই ছয় জঙ্গিকে গ্রেফতার করে ইন্দোনেশিয়ার পুলিশ৷ বাটামের ঠিক উলটো দিকে একটি সংকীর্ণ প্রণালী পার হলেই সিঙ্গাপুর৷ সেখানে বড়সড় নাশকতা চালানোর উদ্দেশ্যেই বাটামে ওই ছয় জঙ্গি জড়ো হয় বলে দাবি করেছে ইন্দোনেশীয় পুলিশ৷

অধিকৃত সিরিয়া থেকে বাটাম দ্বীপে এই ছয় জঙ্গি এসেছিল বলে জানিয়েছেন ইন্দোনেশীয় পুলিশের মুখপাত্র আগুস রায়ান্তো৷ সিঙ্গাপুর শহরের দক্ষিণ প্রান্তে ব্যস্ত ও জনবহুল এলাকাতে আত্মঘাতী হামলা চলানোর ছক কষেছিল ধৃত জঙ্গিরা৷

এর আগে গত জানুয়ারিতে জাকার্তায় হামলা চালায় আইএস৷ পুলিশ তদন্ত করে জানতে পারে, ঘটনার মূলচক্রী জঙ্গি নেতা বাহরুন নইম৷ এরপর থেকেই ওই জঙ্গি নেতার খোঁজ শুরু করে ইন্দোনেশিয়ার পুলিশ৷ যদিও এখনও তার নাগাল মেলেনি৷ তবে ধৃত ছয় জঙ্গির সঙ্গে বাহরুন নইমের যোগ আছে বলে জানা গিয়েছে৷ তাদের জেরা করে নইমের আস্তানার হদিশ মিলতে পারে বলে আশা করছে পুলিশ৷ পাশাপাশি বাড়ানো হয়েছে গোটা ইন্দোনেশিয়ার নিরাপত্তাও৷ কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে দূরবর্তী দ্বীপপুঞ্জগুলিতে ৷

আর/১৭:১৪/০৫ আগষ্ট

এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে