নয়াদিল্লি, ০৩ আগষ্ট- ‘হেট স্টোরি-৩’ নামের ছবি দিয়ে নিজেকে ভেঙেচুরে চুরমার করে দিয়েছেন ‘বীর’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী জেরিন খান। বিশেষ করে এই ছবিটিই তাকে বলিউডে ‘বীর’ সিনেমার ভারি পোশাক বহন করার ইমেজ থেকেও মুক্তি দিয়েছে।
বীরের ইমেজ ছেড়ে একেবারে খোলামেলা পোশাকে প্রথমবার তার ভক্ত অনুরাগীরা দেখলো জেরিনকে। বিশেষ করে ছবিতে শারমান জোশির সাথে একটি গানে এতো খোলামেলা পোশাকে হাজির হয়েছিলেন জেরিন যে, দর্শক এখনো তার আবেদন ভুলতে পারছে না। আর এমন সময় আরো খোলামেলা পোশাকে একটি ভিডিও গানে হাজির জেরিন খান।
আলি ফজলের সাথে কিশোর কুমারের জনপ্রিয় গান ‘পেয়ার মাঙ্গা হ্যায়’-এর ভিডিও গানে দেখা গেছে তাকে। তবে গানটি নতুন করে গেয়েছেন আরমান মালিক ও নীতি মোহন।
এফ/২২:৪৫/০৩আগষ্ট