Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 5.0/5 (6 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-০৩-২০১৬

পাপনের ব্রিফিংয়ে চার সংবাদমাধ্যমকে প্রবেশে বাধা

পাপনের ব্রিফিংয়ে চার সংবাদমাধ্যমকে প্রবেশে বাধা

ঢাকা, ০৩ অগাস্ট- বিষয়টি দৃষ্টিকটু হলেও তাই ঘটেছে বুধবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের ব্রিফিংয়ের সময় ঢুকতে বাধা দেওয়া হয়েছে চারটি সংবাদমাধ্যমের কর্মীকে। পরে অবশ্য ভেতরের অন্য সাংবাদিকরা প্রশ্ন তুললে তাদের ঢুকতে দেওয়া হয়।

সংবাদকর্মীরা বিসিবিতে গিয়ে জানতে পারেন দুপুরে ধানমণ্ডিতে বেক্সিমকো কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন বোর্ড প্রধান। কিন্তু বেক্সিমকো কার্যালয়ে গিয়ে প্রবেশপথে বাধা পান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ডেইলি স্টার, প্রথম আলো ও সময় টিভির সংবাদকর্মীরা। কারণ হিসেবে বলা হয়, প্রতিষ্ঠানগুলোর নাম বিসিবি থেকে পাঠানো তালিকায় নেই।

চার প্রতিষ্ঠানকে ঢুকতে না দেওয়ার ব্যাপারে অন্য সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় বোর্ড প্রধানকে। তার যুক্তি, আমন্ত্রণ পাওয়া প্রতিষ্ঠানগুলোকেই কেবল ঢুকতে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রথম কথা এটা প্রেস কনফারেন্স না। দেশের বাইরে থেকে ফেরার পর অনেকেই আমার সঙ্গে কথা বলতে চেয়েছে নানা ইস্যু নিয়ে। আমি বলেছি, উনারা আসতে চাইলে সবাই একসঙ্গে আসুক। আমরা কিছু দিন আগে সব মিডিয়া হাউজকে সার্কুলার দিয়েছি যে, এখন থেকে আমাদের সব সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। আমরা সেটাতেই অটল থাকছি। যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, তারা সবাই এখানে।’

কেন প্রথম সারির সংবাদমাধ্যমগুলোই ঢুকতে বাধা পেল। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কালকের লিস্টে আরেকজনের নামও না থাকতে পারে। এখানে কাউকে টার্গেট করে করা হয়নি। ব্যাপারটা আমাদের বুঝতে হবে। বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেটের সময়টা কঠিন যাচ্ছে। একটা ফলস ইন্টারপ্রিটেশন, একটা নেগেটিভ নিউজ আমাদের ক্রিকেটের অনেক ক্ষতি করে ফেলতে পারে। এটার সঙ্গে আমরা জড়িত হতে চাই না।’

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে