Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ , ১০ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-০৩-২০১৬

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট ওবামা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট ওবামা: ট্রাম্প

ওয়াশিংটন, ০৩ আগষ্ট- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তীব্র সমালোচনা করেছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার স্থানীয় এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি ওবামাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবেও উল্লেখ করেছেন। ওবামাকে এক হাত নিতেই এ ধরনের মন্তব্য করেছেন ট্রাম্প।

মঙ্গলবার ফক্স নিউজ চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ওবামাকে একজন দুর্বল ও অকার্যকর শাসক হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। হোয়াইট হাউজে থাকার পুরো মেয়াদকে একটি বিপর্যয় বলেও মন্তব্য করেছেন এই রিপাবলিকান প্রার্থী।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলে যে মন্তব্য করেছিলেন। একই সঙ্গে রিপাবলিকান পার্টি কেনো তাকে এখনো প্রার্থী হিসেবে সমর্থন দিচ্ছে সেই প্রশ্ন তুলেছিলেন ওবামা।

এরই জবাবে ওবামাকে পাল্টা আক্রমণ করে ট্রাম্প বলেন, ‘সম্ভবত তিনি (ওবামা) হচ্ছেন আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট।’ ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে তিনি ওবামার বিদেশ নীতির সমালোচনা করে বলেন, ‘পররাষ্ট্র নীতির বিষয়ে তার (ওবামার) চাইতে অনেক বেশি জানি আমি। ইউক্রেনের বিষয়টি দেখুন। তিনি তো ইউক্রেন নিয়ে অনেক কথাবার্তা বলেন। রাশিয়াকে সামাল দিতে কতটা কষ্ট করতে হয়েছে সে নিয়েও তো তিনি কত কথা বলেন। কিন্তু সত্যি ঘটনা হচ্ছে রাশিয়া ক্রিমিয়াকে দখল করে নিয়েছে।’

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ওবামা ও তার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ‘মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল’ করে কার্যত: যুক্তরাষ্ট্রকেই ‘বিপদে ফেলেছে।’

ওই সাক্ষাৎকারে নিজ দলের এমন দুই নেতা হাউজ স্পিকার ল রায়ান ও সিনেটর জন ম্যাককেইন’কে তিনি সমর্থন না দেয়ার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প।  ওই দুই নেতার নভেম্বরে পুনঃ নির্বাচনে দাঁড়ানোর কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের লড়াই শুরুর পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে দা ডেভিল বা শয়তান বলে উল্লেখ করেছেন তিনি। এর আগে যুদ্ধের ময়দানে নিহত এক মার্কিন মুসলিম সৈনিকের মাকে নিয়ে কটূক্তি করে সমালোচিত হয়েছেন। এসব মন্তব্যের প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলে ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা ।

এফ/১৬:৪৫/০৩ আগষ্ট

উত্তর আমেরিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে