Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-০৩-২০১৬

প্রথম দল হিসেবে ঘরের মাঠে ৫শ’তম টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড

প্রথম দল হিসেবে ঘরের মাঠে ৫শ’তম টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড

লন্ডন, ০৩ আগষ্ট- টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে ঘরের মাঠে ৫০০ তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ক্রিকেটের জনক ইংল্যান্ড। আজ বিকালে বার্মিংহামে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ইংলিশরা। এ ম্যাচ দিয়ে ঘরের মাঠে ৫০০ তম ম্যাচ খেলার রেকর্ড গড়বে তারা।

১৮৮০ সালের ৬ সেপ্টেম্বর প্রথম টেস্ট খেলতে নামে ইংল্যান্ড। ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐ ম্যাচটি ৫ উইকেটে জিতে টেস্ট আঙ্গিনায় নিজেদের যাত্রাটা শুভময় করে ইংলিশরা।

এরপর দেশের মাটিতে ৪৯৮টি টেস্ট খেলে ফেলে তারা। ফলে অনন্য এক রেকর্ড স্পর্শ করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইংল্যান্ডের ক্রিকেট। প্রথম দল হিসেবে ঘরের মাটিতে ৫০০ টেস্ট খেলার অভিজ্ঞতা অর্জন করবে তারা।

ঘরের মাটিতে ৪৯৯ ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশিবার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। ১৬৬ বার অসিদের মুখোমুখি হয়েছে তারা। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৩ বার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৪ বার, ভারতের বিপক্ষে ৫৭ বার, নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৪ বার, পাকিস্তানের বিপক্ষে ৪৯ বার, শ্রীলংকার বিপক্ষে ১৮ বার এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে ৪ বার করে মুখোমুখি হয় ইংল্যান্ড।

এখন পর্যন্ত ঘরের মাঠে ৪৯৯ ম্যাচে অংশ নিয়ে ২০৬টিতে জয়, ১১৫টিতে হার ও ১৭৮ ম্যাচে ড্র করেছে ইংল্যান্ড। আর সব মিলিয়ে টেস্ট ফরম্যাটে মোট ৯৭৪টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। জয় ৩৪৯টি, হার ২৮৩টি এবং ড্র ৩৪২টি।

ঘরের মাটিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকাতে ইংল্যান্ডের পরই আছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ৪০৪টি ম্যাচ খেলেছে অসিরা। তৃতীয় স্থানে রয়েছে ভারত। তাদের ম্যাচ ২৪৮টি।

সর্বশেষ দল হিসেবে ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশ দেশের মাটিতে এখন পর্যন্ত ম্যাচ খেলেছে ৫১টি। জয় পেয়েছে ৪টিতে। ৩৫টি হারের পাশাপাশি ১২ ম্যাচে ড্র করেছে বাংলাদেশ।

টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে অংশ নেয়া দলগুলোর ম্যাচের সংখ্যা :
ইংল্যান্ড (১৮৮০-২০১৬), ম্যাচ: ৪৯৯
অস্ট্রেলিয়া (১৮৭৭-২০১৬), ম্যাচ: ৪০৪
ভারত (১৯৩৩-২০১৫), ম্যাচ: ২৪৮
ওয়েস্ট ইন্ডিজ (১৯৩০-২০১৬), ম্যাচ: ২৩৫
দক্ষিণ আফ্রিকা (১৮৮৯-২০১৬), ম্যাচ: ২১৫
নিউজিল্যান্ড (১৯৩০-২০১৬), ম্যাচ: ১৯৭
পাকিস্তান (১৯৫৫-২০০৯), ম্যাচ : ১৫১
শ্রীলংকা (১৯৮২-২০১৬), ম্যাচ: ১২৬
বাংলাদেশ (২০০০-২০১৫), ম্যাচ: ৫১

এফ/১৫:৫০/০৩আগষ্ট

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে