Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২০ মে, ২০১৯ , ৬ জ্যৈষ্ঠ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-০২-২০১৬

চীনে ধেয়ে আসছে ‘টাইফুন নিডা’

চীনে ধেয়ে আসছে ‘টাইফুন নিডা’

বেইজিং, ০২ জুলাই- চীনের দক্ষণাঞ্চলের উপকূলীয় এলাকায় আগামীকাল মঙ্গলবার ঘূর্ণিঝড় ‘টাইফুন নিডা’ আঘাত হানতে পারে। এই কারণে সোমবার চীন সরকার ওইসব এলাকায় ‘রেড এলার্ট’ জারি করেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, সাগরের উত্তাল ঢেউ এবং প্রবল স্রোতের সৃষ্টি হয়ে ‘টাইফুন নিডা’ চীনের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। এই আশঙ্কায় ‘রেড এলার্ট’ জারি করেছে চীনা স্টেট ওশানিক অ্যাডমিনিস্ট্রেশন(এসওএ)। সোমবার ও মঙ্গলবার রাতে উত্তর দক্ষিণ চীন সাগরের ঢেউ ১১ মিটার উচ্চতায় এবং দক্ষিণ তাইওয়ান জলপ্রণালীতে সাত মিটার উচ্চতায় ঢেউ ধেয়ে আসতে পারে।

এসওএ কর্তৃপক্ষ আরও সতর্কতা জারি করে বলেছে, পার্ল নদীতে পানির স্রোত সমুদ্রপৃষ্ঠ থেকে ২২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। চীনের গোয়াংদং প্রদেশের পার্ল নদীতে ‘টাইফুন নিডা’ আগামীকাল মঙ্গলবার সকালের দিকে আঘাত হানতে পারে। 

চীনের বেসামরিক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে হুনান, গোয়াংদং, গুইজহো এবং ইউনান প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষকে টাইফুন সতর্কতা এবং যথা সময়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। 

চীনা দুর্যোগ প্রশমন জাতীয় কমিশনের তরফ থেকে টাইফুন আঘাত হানতে পারে এমন এলাকার অধিবাসীদের নিত্য প্রয়োজনীয় এবং খাবার সামগ্রী কমপক্ষে তিন দিনের জন্য মজুদ করে রাখতে বলা হয়েছে। ‘টাইফুন নিডা’ চীনের দক্ষিণ অঞ্চলের প্রদেশ গোয়াংদং এলাকায় আগামীকাল মঙ্গলবার সকালে আঘাত হানতে পারে।

গত কয়েক সপ্তাহের অতিরিক্ত বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় চীনের বেশ কয়েকটি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত সপ্তাহে দেশটিতে বন্যায় মারা গেছে কমপক্ষে ১৭৩ জন এবং নিখোঁজ রয়েছেন ১২৬ চীনা নাগরিক। 

এফ/০৯:৪৫/০২আগষ্ট

এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে