Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-০১-২০১৬

সাত খুনের মামলায় ৩ পুলিশের সাক্ষ্যগ্রহণ

সাত খুনের মামলায় ৩ পুলিশের সাক্ষ্যগ্রহণ

নারায়ণগঞ্জ, ০১ আগষ্ট- নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের মামলায় তিন পুলিশ সদস্যের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ৮ আগস্ট মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।

সোমবার সকাল সাড়ে নয়টা থেকে সোয়া ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এএসআই মাহবুব মল্লিক, এএসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল মনিরুজ্জামান সাক্ষ্য দিয়েছেন। এ সময় আদালতে নূর হোসেন, তারেক মুহাম্মদ সাঈদসহ ২৩ আসামি উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, আজ সোমবার এএসআই মাহবুব মল্লিক, এএসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল মনিরুজ্জামান সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে মাহবুব মল্লিক ও সিরাজুল ইসলাম ঘটনার পরে আসামিদের নাম ঠিকানা লিপিবদ্ধ করেন। অপরদিকে মনিরুজ্জামান ঘটনার প্রত্যক্ষদর্শী। পিপি জানান, সাত খুনের ঘটনায় দুই মামলায় মোট ৯৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

সাত খুনের ঘটনায় দুটি মামলা হয়। একটি মামলার বাদী নিহত আইনজীবী চন্দন সরকারের মেয়ের জামাতা বিজয় কুমার পাল ও অপর বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। দুটি মামলাতেই অভিন্ন সাক্ষী হলো ১২৭ জন করে। 

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। তদন্ত শেষে প্রায় এক বছর পর ২০১৫ সালের ৮ এপ্রিল নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ৮ ফেব্রুয়ারি সাত খুনের দুটি মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ২৩ জন কারাগারে আটক রয়েছেন। আর চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে এখনো ১২ জন পলাতক রয়েছেন।

এফ/২২:৪৫/০১আগষ্ট

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে