Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৮-০১-২০১৬

আরচারি দিয়ে অলিম্পিক মিশন শুরু বাংলাদেশের

আরচারি দিয়ে অলিম্পিক মিশন শুরু বাংলাদেশের

ঢাকা, ০১ আগষ্ট- আগামী পাঁচ আগষ্ট ব্রাজিলের রিওতে পর্দা উঠবে ‘গ্রেটেস্ট শো অন দি আর্থ’ খ্যাত গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের। এতে অংশ নিচ্ছে বাংলাদেশও। যেখানে অংশ নিবেন বাংলাদেশের সাতজন প্রতিযোগী। এর মধ্যে সরাসরি অংশ নিতে যাচ্ছেন গলফ ইভেন্টে সিদ্দিকুর রহমান। বাকি ছয় সদস্য ওয়াইল্ড কার্ডের বিনিময়ে অংশ নেবেন এই গেমসে। সাঁতার, শ্যুটিং, অ্যাথলেটিকস, গলফ, আরচারি- এই পাঁচ ইভেন্টে লড়বে বাংলাদেশের প্রতিযোগীরা। আরচারি দিয়ে রিও মিশন শুরু করবে লাল সবুজের বাংলাদেশ।  

৫ আগস্ট অলিম্পিকের উদ্বোধন। এদিনই রিও ডি জেনিরোর স্থানীয় সময় দুপুর একটায় আরচারি গ্রাউন্ডে নামবেন বাংলাদেশের তীরন্দাজ শ্যামলী রায়। রিও ডি জেনিরোর স্থানীয় সময়ের সঙ্গে নয় ঘণ্টা এগিয়ে বাংলাদেশ। ফলে বাংলাদেশ সময়ে প্রতিযোগিতা শুরু হবে রাত ১০টায়। রিওতে অংশ নিতে আগামীকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দেশ ত্যাগ করবেন শ্যামলী। তার সঙ্গে কোচ হিসেবে যাচ্ছেন নিশীথ দাস।

আরচারির পর শ্যুটিং ইভেন্ট। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের আশা-ভরসার প্রতীক আবদুল্লাহ হেল বাকী। তিনি লড়বেন ১০ মিটার এয়ার রাইফেলে। স্থানীয় সময়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৮ আগস্ট সকাল ৯টায় ও বাংলাদেশ সময় রাত ১১টায়। রোববার রাতে সবার আগে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। তার সঙ্গে আছেন ডেনমার্কের কোচ কাওস।

এরপর গলফ ইভেন্ট। যে ইভেন্ট দেখতে মুখিয়ে আছে বাংলাদেশের সবাই। কেমন করবেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। ১১ আগস্ট কোর্সে নামবেন তিনি। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে সিদ্দিকুরের মিশন। ব্রাজিলের উদ্দেশে সিদ্দিকুর ঢাকা ছাড়বেন মঙ্গলবার সকাল সোয়া ৬টায়।


সাতার ইভেন্টে বাংলাদেশের দুইজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথমে পুলে নামবেন মাহফিজুর সাগর। স্থানীয় সময়ে ১১ তারিখ দুপুর ১টায় অর্থাৎ বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে সাগরের প্রতিযোগিতা। পরের দিন একই সময়ে পুলে নামবেন অন্য সাঁতারু সোনিয়া আক্তার। দু'জনই ৫০ মিটার ফ্রি স্টাইলে লড়বেন। তাদের সঙ্গে পাঠানো হচ্ছে না কোনো কোচই।

সবার শেষে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের লড়াই। ১২ ও ১৩ তারিখে যথাক্রমে ট্র্যাকে নামবেন শিরিন আক্তার ও মেজবাহ আহমেদ। ১০০ মিটার স্প্রিন্টের হিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা দু'জন। ১২ তারিখ স্থানীয় সময় বেলা ১১ টা ৫৫ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময়ে গভীর রাতে ১টা ৫৫ মিনিটে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের লড়াইয়ে নামবেন দেশের দ্রুততম মানবী শিরিন। পরের দিনই স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অর্থাৎ বাংলাদেশ সময়ে রাত সাড়ে ১১টায় নামবেন দেশের দ্রুততম মানব মেজবাহ।

রিও অলিম্পিকে বাংলাদেশের বহর ২১জনের। এর মধ্যে পাঁচজন আমন্ত্রিত অতিথি। বাকি ১৬ জনের মধ্যে সাতজন প্রতিযোগী, তিনজন কোচ, পাঁচজন কর্মকর্তা। সেফ দ্য মিশন হিসেবে অলিম্পিকে যাচ্ছেন ফেন্সিং ফেডারেশনের সভাপতি আবু তায়েব মুহাম্মদ জহিরুল আলম। অন্য কর্মকর্তাদের মধ্যে বিওএর মহাপরিচালক ফখরুদ্দিন হায়দার যাচ্ছেন অলিম্পিক অ্যাটাশে হিসেবে।

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস ব্রাজিলে যাচ্ছেন ন্যাশনাল অলিম্পিক কাউন্সিলের অতিথি হিসেবে। গলফ ফেডারেশনের সহ-সভাপতি এ. কে. এম আব্দুল্লাহিল বাকী যাচ্ছেন দলের টিম লিডার হিসেবে।

আর/১৭:১৪/০১ আগষ্ট

অন্যান্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে