এডিডাস থেকে নতুন শু ট্রেন্ড হিসেবে এল ইজি বুস্ট ৩৫০। এটি এই সিজনে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং এটি ডিজাইন করেছেন মার্কিন র্যাপার কাইনি ওয়েস্ট। স্নিকারসটি হাঁটার জন্য বেশ আরামদায়ক এবং ক্যাজুয়াল লুকের জন্য উপযুক্ত।
আপনি আপনার ওয়ারড্রবের যে কোন পোশাকের সাথেই পরতে পারবেন এই স্নিকারস। যেমনঃ লেগিংস ও ক্রপ টপসের সাথে পরলে একটু অ্যাথলেটিক লুক নিয়ে থাকতে পারবেন, যা সামারের জন্য মানানসই। তবে শুধু সামারে নয়, সব সিজনেই পরা যাবে এই স্নিকারস।
অনেক রকম কালারে একসাথেই এই প্রোডাক্টটি লঞ্চ করেছে এডিডাস। এর মধ্যে ইজি ট্যান কালারটি সেলিব্রেটিদের বেশ জনপ্রিয়। মার্কিন মডেল কাইলি জেনারও এটি পরেছেন। এছাড়া অনেক রকম কালারে এটি পাওয়া যাবে যেমনঃ নুডস, ব্লাশ পিংক, ধূসর, সাদা এবং কাল।
ইজি বুস্ট স্নিকারসটি বেশ হালকা, স্টাইলিশ এবং ভিতরে যথেষ্ট বাতাস প্রবেশযোগ্য। এটাকে আপনি ভেজা কাপড় কিংবা সাবান দিয়ে পরিষ্কার করতে পারবেন।
এফ/১৬:৫০/৩০জুলাই