Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-৩০-২০১৬

মুস্তাফিজের জন্য আরো খারাপ খবর!

মুস্তাফিজের জন্য আরো খারাপ খবর!

ঢাকা, ৩০ জুলাই- কাউন্টি ক্রিকেটে অভিষেকেই ঝলক দেখানোর পর থেকেই ভাগ্যটা মুস্তাফিজের পক্ষে যাচ্ছে না। ইঞ্জুরী থেকে সুস্থ হয়েই কাউন্টি খেলতে গিয়েছিলেন কাটার মাস্টার। কিন্তু দ্বিতীয় ম্যাচ খেলেই আবার পড়েন ইঞ্জুরীতে।

এদিকে প্রথম এমআরআই রিপোর্ট সুখকর ছিল না। প্রথম এমআরআইতেই মুস্তাফিজের কাঁধের স্ল্যাপে সমস্যা ধরা পড়ে। অন্যদিকে দ্বিতীয় এমআরআই রিপোর্ট আরো ভয়াবহ তথ্য দিলো। রিপোর্টে বলা হয়, এটি টাইপ-২ শ্রেণির চোট, অস্ত্রোপচারেই মাধ্যমেই যেটার পূর্ণ চিকিৎসা সম্ভব। ইঞ্জুরীর কারণে আগেই কাউন্টি থেকে ছিঁটকে গেছেন কাটার মাস্টার। এখন বাংলাদেশের হয়ে সামনে ইংল্যান্ড সিরিজেও মাঠে নামা হবে না তার।

এদিকে এই ইঞ্জুরীর পরবর্তী পদক্ষেপ নিয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, “বিসিবির কোচ, ফিজিও, চিকিৎসকেরা এখন ওখানকার ফিজিও, চিকিৎসকদের সঙ্গে কথা বলে আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে জানবেন।” অস্ত্রোপচার কোথায় করা হবে এমন প্রশ্নে জালালে ইউনুস বলেন,”আমরা সম্ভাব্য সেরা জায়গায়ই তার চিকিৎসা করাব।”

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও একই কথা জানান। তিনি বলেন, “কোচ, ডাক্তারদের মতামত পাওয়ার পর বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী যত দ্রুত সম্ভব তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে। আমরা বেশি সময় নেব না।”

এফ/১৫:৪৫/৩০জুলাই

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে