Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.2/5 (36 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-২৮-২০১৬

ভেনেজুয়েলার এক চিড়িয়াখানায় খাদ্যাভাবে ৫০ পশুর মৃত্যু

ভেনেজুয়েলার এক চিড়িয়াখানায় খাদ্যাভাবে ৫০ পশুর মৃত্যু

কারাকাস, ২৮ জুলাই- ভেনেজুয়েলার এক চিড়িয়াখানায় গত ৬ মাসে প্রায় ৫০টি পশু মারা গেছে। তারা মারা গেছে পর্যাপ্ত পরিমাণ খাবার না পাওয়ার কারণে। বুধবার এ খবরটি জানিয়েছেন স্টেট পার্ক চিড়িয়াখানার ইউনিয়ন নেতা মার্লিন সিফোন্তিস। তিনি আরো জানান, ওই পশুগুলো গত দু সপ্তাহ ধরে অনাহারে থাকার ফলে মারা গেছে।

মাংসের অভাবে ওই চিড়িয়াখানার বাঘ ও সিংহের মত পশুরা আম ও কুমড়া খেয়ে দিন কাটাচ্ছে বলেও তিনি জানিয়েছেন। তবে ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তারা খাবারের অভাবে পশু মৃত্যুর এই সংবাদ নাকচ করে দিয়েছেন।

যদিও দেশের অন্যান্য শহরের চিড়িয়াখানাগুলোতেও একই অবস্থা বিরাজ করছে বলে খবর পাওয়া গেছে। ফলে চিড়িয়াখানাগুলোর কর্তৃপক্ষ স্থানীয় ব্যবসায়ীদের কাছে পশুদের জন্য ফলমূল, শাকসবব্জি ও মাংস দান করার আবেদন জানিয়েছেন।

ভেনিজুয়েলার এই খাঁচায় বন্দী প্রাণীগুলো এখন দেশটির সার্বিক অবস্থাকে তুল ধরছে এমন মন্তব্য করে সিফোন্তেস বলেন, 'প্রাণীগুলোর মতই অবস্থা এখন ভেনিজুয়েলার।'


উল্লেখ্য, অর্থনৈতিক সমস্যার কারণে দীর্ঘদিন যাবৎ খাদ্যসহ বেকারত্বের সমস্যা দেখা দিয়েছে ভেনিজুয়েলায়। দেশটিতে বর্তমানে শিশু খাদ্যের ঘাটতি চরম মাত্রায় পৌঁছেছে।
 
দেশটির প্রেসিডেন্ট নিকোলার মাদুরো অর্থনৈতিক সংকটের জন্য দেশের বিরোধী দল ও তাদের সঙ্গে থাকা ব্যবসায়ীদের দায়ী করছেন। তিনি এ ঘটনাকে ‘অর্থনৈতিক যুদ্ধ’ হিসেবেও অ্যাখ্যায়িত করেছেন।

এদিকে বিরোধী দলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়, সরকারের অর্থনৈতিক পরিকল্পনার দুর্বলতার কারণেই এই পরিস্থিতির জন্য দায়ী।

এফ/১৬:০০/২৮জুলাই

দক্ষিণ আমেরিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে