Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২১ মে, ২০১৯ , ৬ জ্যৈষ্ঠ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৭-২৮-২০১৬

ইসমাত ওআইসিতে, লন্ডনে পরবর্তী দূত নাজমূল কাউনাইন

ইসমাত ওআইসিতে, লন্ডনে পরবর্তী দূত নাজমূল কাউনাইন

লন্ডন, ২৮ জুলাই- ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দীর্ঘ সময় ধরে কাজ করা কূটনীতিক ইসমাত জাহান ইউরোপীয় ইউনিয়নে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির দূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। এই মধ্যে সরকারের তরফে তার লিয়েন মঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে লন্ডনে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসাবে তার নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। তার বদলে ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাউনাইনকে লন্ডনে হাইকমিশনার হিসাবে নিয়োগ দেয়ার বিষয়টি চূড়ান্ত করেছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র মতে, ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসির দূত হিসাবে দ্রুততম সময়ের কাজ শুরু করবেন কূটনীতিক ইসমাত জাহান। এর মধ্য দিয়ে ওআইসির গুরুত্বপূর্ণ ওই পদে কোনো বাংলাদেশি এবং একই সঙ্গে কোনো নারী হিসাবে তিনি নতুন অধ্যায়ের সূচনা করবেন।

আগামী ৪ বছর ওই পদে দায়িত্ব পালন করবেন তিনি। নতুন দায়িত্বের প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে বলেন, ওআইসির মহাসচিবের পক্ষ থেকে অনেক দিন ধরে প্রস্তাবটি ছিল। সেখানে নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। একজন বাংলাদেশি এবং নারী হিসাবে আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় নিঃসন্দেহে তিনি আনন্দিত এবং গর্বিত বলে উল্লেখ করেন।

ওআইসির কাজের পাশাপাশি বাংলাদেশকে তিনি সেখানে তুলে ধরবেন বলে জানান।  বর্ণাঢ্য কূটনৈতিক জীবনের অধিকারী ওই নারী এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ৩৪ বছরের ক্যারিয়ারে দু’দফা সিডো এবং একবার নারীর প্রতি সহিংসতা বিলোপ বিষয়ক জাতিসংঘের কমিটির সদস্য (নির্বাচিত) হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।

এফ/০৮:৫০/২৮জুলাই

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে